ETV Bharat / sitara

EXCLUSIVE : অনলাইনে নাটক, আসছে পরশুরামের 'রামরাজ্য'

author img

By

Published : Apr 13, 2020, 6:30 PM IST

বিনোদনজগতের অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলীরা এখন আমাদের মতোই গৃহবন্দী । তাঁরা এখন কেউই কাজের জায়গায় যেতে পারছেন না । কিন্তু অভিনয়ের খিদে যাবে কোথায় ? আর অন্যদিকে দর্শকও মিস করছেন তাদের প্রিয় তারকাদের । এই দুইয়ে-দুইয়ে চার করতে আসতে চলেছে অনলাইন নাটক 'রামরাজ্য' । খবরটি ETV ভারত সিতারা জানতে পারে নাটকের নাট্যকার ও অভিনেত্রী গুলশানারা খাতুনের থেকে ।

ramrajyo online theatre
ramrajyo online theatre

কলকাতা : পরশুরামের 'রামরাজ্য়' এবার অনলাইন নাটকের আকারে । নাটকের পরিচালক সৌরভ চট্টোপাধ্যায় । তিনি এই নাটকে অভিনয়ও করছেন ।

আমাদের সৌরভ বললেন, "পরশুরামের একটা গল্প আছে, যেটার নাম 'রামরাজ্য', বহুবছর আগে লেখা । পড়লে মনে হবে, কোথাও গিয়ে এখনকার কথা বলা হচ্ছে । পুরো গল্পটার একটা সারিয়াল জার্নি আছে । একটা প্ল্যানচেট নিয়ে গল্প । কয়েকজন মানুষ মিলে প্ল্যানচেট করে । তারা প্ল্যানচেট করতে চায় শ্রীরামচন্দ্রকে, তাঁর বদলে হনুমানজি চলে আসেন । তারপর বিভিন্নরকম কথাবার্তা হয় । এটা একটা সোশিও-পলিটিক্যাল ড্রামা । আমরা প্রত্যেকে যে যাঁর ঘরে বসে পুরো ব্যাপারটা করেছি ।"

ramrajyo online theatre
পরিচালক সৌরভ

'চুনিপান্না' ধারাবাহিকের কিছু কলাকুশলী এই নাটকে কাজ করেছেন । সৌরভ বলেন, "আমরা প্রথমে ভিডিয়োকলে রিহার্সাল করেছি । তারপর পুরো ব্যাপারটা সেইভাবে পারফর্ম করেছি । এটার নাট্যরূপ দিয়েছেন করেছে গুলশনারা খাতুন, পরিচালনা করেছি আমি । অভিনয় করেছেন, আমি, পার্থসারথি দেব, গুলশানারা নিজে, প্রসেনজিৎ বর্ধন, অনুপম, জয় । জয় গানও গেয়েছে, এবং অভিনয়ও করেছে । আমাদের 'চুনিপান্না' ধারাবাহিকের কলাকুশলীদের একাংশ এই নাটকে রয়েছে ।

ramrajyo online theatre
জয়দীপ

এখন ঠিক কোন পর্যায় রয়েছে নাটক ? সৌরভ বললেন, "আমরা এখনও পোস্ট-প্রোডাকশনের কাজ করছি । কালার-কারেকশন ইত্যাদিতে আটকে আছি । এডিটিং চলছে । সেটা হয়ে গেলেই আমরা ফাইনাল প্রোডাক্টটা সোশ্যাল মিডিয়ায়, অর্থাৎ, ফেসবুকে পোস্ট করব ।"

ramrajyo online theatre
প্রসেনজিৎ বর্ধন

সৌরভ আমাদের আরও বলেন, "এই সময় মানুষ খুব অবসাদে ভুগছে । তাঁরা গৃহবন্দি । তাঁরা এখন ভার্চুয়াল দুনিয়ায় আনন্দ খোঁজার চেষ্টা করছে । সেখানেও চারপাশের পরিস্থিতি নিয়েই কথা হচ্ছে বেশি । মানুষ হাসতেই ভুলে যাচ্ছে । তাই আমরা এই নাটকে তেমন কোনও বিষয়কে তুলে ধরছি না । আমাদের উদ্দেশ্য এই পরিস্থিতিতে মানুষকে হাসানো, তাদের আনন্দে রাখা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.