ETV Bharat / sitara

আজ শহরে কোথায় কোন নাটক?

author img

By

Published : Aug 31, 2019, 3:16 PM IST

আজ শনিবার, ৩১ অগাস্ট। আর শনিবার মানেই সপ্তাহান্তের প্রথম আনন্দের দিন। অনেকের এই দিন ছুটিও থাকে। সপ্তাহের এই দিনটিতে সংস্কৃতি প্রিয় মানুষ খানিকটা নিজের মতো করেই কাটাতে চান সময়। আর তাঁদের পছন্দের তালিকায় থাকে নতুন নাটক দেখার হিড়িক। তাই একবার দেখে নেওয়া যাক আজ শহরজুড়ে কোথায় কী নাটক হচ্ছে...

Bengali Natok

  • অ্যাকাডেমি অফ ফাইন আর্টস : বাংলা নাটকের পীঠস্থান বলা হয় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসকে। সেখানে একই দলের পরপর দুটি নাটক মঞ্চস্থ হবে আজ, 'বছর কুড়ি পর' নাট্যদলের 'প্রিয়তমাসু' ও 'এবং অন্ধকার' নাটকটি। 'প্রিয়তমাসু' মঞ্চস্থ হবে দুপুর ৩টের সময়। নাটকটি নির্দেশনা ও সামগ্রিক পরিকল্পনা পৃথুনন্দন ঘোষের। 'এবং অন্ধকার' মঞ্চস্থ হবে সন্ধ্যা ৬:৩০টায়। একই দিনে একই নাট্যদলের পরপর দুটি নাটক, বিষয়টি নতুন নয়। তবে এমন পরিস্থিতিতে অসম্ভব ব্যস্ততার মধ্যে কাটে নাট্যদলের সকল কর্মীদের। উদ্দেশ্য একটাই, দর্শকের সামনে ভালো নাটক ভালো বিষয়বস্তু তুলে ধরা। তথ্যটি ETV ভারত সিতারাকে দিয়েছেন 'বছর কুড়ি পর' দলের সেক্রেটারি কৃষ্ণেন্দু চ্যাটার্জি।
    Bengali Natok
    প্রিয়তমাসু ও এবং অন্ধকার
  • মধুসূদন মঞ্চ : আজ মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হবে 'শোহন' নাট্যদলের 'আধা আধুরে' নাটকটি। সন্ধ্যে ৬:৩০টায় মঞ্চস্থ হবে নাটকটি। মোহন প্রকাশের অন্যতম নাটক এটি। কলকাতায় আগেও এই নাটকের শো হয়েছে। গার্হস্থ্য জীবনের সমস্যাকে তুলে ধরা হবে এখানে। এক মধ্যবয়সি বিবাহিত নারীর জীবনকে দেখানো হবে, যে কিনা বৈবাহিক জীবনের বাইরে বেরিয়ে পূর্ণতা লাভ করার চেষ্টা করছে। মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে 'আধা আধুরে'।
    Bengali Natok
    মধুসূদন মঞ্চ
  • গিরিশ মঞ্চ : আজ গিরিশ মঞ্চে মঞ্চস্থ হবে দুটি নাটক। একটি 'সন্দর্ভ' নাট্যদলের 'যাঃ'। এবং অন্যটি হাওড়া শিল্পী সংঘের 'বীরপুরুষ'। পরশুরামের গল্প 'বিরিঞ্চিবাবা' কাহিনিটি অবলম্বনে তৈরি হয়েছে 'যাঃ' নাটকটি। উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাটক এবং সম্পাদনা-নির্দেশনার দায়িত্বে রয়েছেন সৌম্য মজুমদার। অন্যদিকে শিশু কিশোরদের নিয়ে পরিবেশিত নাটক রবীন্দ্রনাথের 'বীরপুরুষ'। নাটকটি সম্পাদনা-নির্দেশনা করেছেন কিংশুক বন্দ্যোপাধ্যায়।
    Bengali Natok
    গিরিশ মঞ্চের নাটকের তালিকা..
  • শিশির মঞ্চ : আজ শিশির মঞ্চে রয়েছে তিনটি নাটকের প্রদর্শনী। বিকেল ৫টার সময় মঞ্চস্থ হবে ইউনিট থিয়েটার নাট্যদলের 'আমাদের এই ঘরটা' নাটকটি। সন্ধ্যা ৬:৩০টার সময় প্রদর্শিত হবে 'রঙ্গসেণা' নাট্যদলের 'ধৃতরাষ্ট্র' নাটকটি। রাত ৮টার সময়ও রয়েছে নাটকের প্রদর্শনী। সেইসময় দেখানো হবে 'টালিগঞ্জ স্বপ্নমৈত্রী' নাট্যদলের 'লুকোচুরি' নাটকটি।
    Bengali Natok
    শিশির মঞ্চে নাটকের তালিকা..
  • মিনার্ভা থিয়েটার : শহরের আরও একটি ঐতিহ্যবাহী থিয়েটার হলে মঞ্চস্থ হবে 'জিহাদ কলকাতা' নাটকটি। সময় ৬:৩০টা।
    Bengali Natok
    জিহাদ কলকাতা
Intro:আজ শনিবার, ৩১ অগাস্ট। আর শনিবার মানেই সপ্তাহান্তের প্রথম আনন্দের দিন। অনেকেরই দিন ছুটিও থাকে। সপ্তাহের এই দিনটিতে সংস্কৃত প্রিয় মানুষ খানিকটা নিজের মতো করেই কাটাতে চান সময়। আর তাঁদের পছন্দের তালিকায় থাকে নাটক দেখার হিড়িক। দর্শকদের খুশি করার অনেক দায়িত্ব থাকে নাট্যকর্মীদের কাঁধে। আজ শহরজুড়ে কোথায় কী নাটক আছে দেখে নেওয়া যাক।


Body:অ্যাকাডেমি অফ ফাইন আর্টস :
বাংলা নাটকের পীঠস্থান বলা হয় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসকে। সেখানে একই দলের পরপর দুটি নাটক মঞ্চস্থ হবে আজ, 'বছর কুড়ি পর' নাট্যদলের 'প্রিয়তমাসু' ও 'এবং অন্ধকার' নাটকটি। 'প্রিয়তমাসু' মঞ্চস্থ হবে দুপুর ৩টের সময়। নাটকটি নির্দেশনা ও সামগ্রিক পরিকল্পনা পৃথুনন্দন ঘোষের। 'এবং অন্ধকার' মঞ্চস্থ হবে সন্ধ্যা ৬:৩০টায়। একই দিনে একই নাট্যদলের পরপর দুটি নাটক, বিষয়টি নতুন নয়। তবে এমন পরিস্থিতিতে অসম্ভব ব্যস্ততার মধ্যে কাটে নাট্যদলের সকল কর্মীদের। উদ্দেশ্য একটাই, দর্শকের সামনে ভালো নাটক ভালো বিষয়বস্তু তুলে ধরা। তথ্যটি ETV ভারত সিতারাকে দিয়েছেন 'বছর কুড়ি পর' দলের সেক্রেটারি কৃষ্ণেন্দু চ্যাটার্জি।

মধুসূদন মঞ্চ :
আজ মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হবে 'শোহন' নাট্যদলের 'আধা আধুরে' নাটকটি। সন্ধ্যে ৬:৩০টায় মঞ্চস্থ হবে নাটকটি। মোহন প্রকাশের অন্যতম নাটক এটি। বাংলায় মঞ্চস্থ হতে চলেছে। কলকাতায় আগেও এর শো হয়েছে। গার্হস্থ্য জীবনের সমস্যাকে তুলে ধরা হবে। এক মধ্যবয়সি বিবাহিত নারীর জীবনকে দেখানো হবে, যে কিনা বৈবাহিক জীবনের বাইরে বেরিয়ে পূর্ণতা লাভ করার চেষ্টা করছে। দেখান হবে মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপট।

গিরিশ মঞ্চ :
আজ গিরিশ মঞ্চে মঞ্চস্থ হবে দুটি নাটক। একটি 'সন্দর্ভ' নাট্যদলের 'যাঃ'। এবং অন্যটি হাওড়া শিল্পী সংঘের 'বীরপুরুষ'। পরশুরামের গল্প 'বিরিঞ্চিবাবা' কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে 'যাঃ' নাটকটি। উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাটক এবং সম্পাদনা-নির্দেশনা দায়িত্বে রয়েছেন সৌম্য মজুমদার। অন্যদিকে শিশু কিশোরদের নিয়ে পরিবেশিত নাটক রবীন্দ্রনাথের 'বীরপুরুষ'। রাজর্ষি ও স্বপ্ন জয়ের নাটকটি সম্পাদনা-নির্দেশনা করেছেন কিংশুক বন্দ্যোপাধ্যায়।

শিশির মঞ্চ :
আজ শিশির মঞ্চে রয়েছে তিনটি নাটকের প্রদর্শনী। বিকেল ৫টার সময় মঞ্চস্থ হবে ইউনিট থিয়েটার নাট্যদলের 'আমাদের এই ঘরটা' নাটকটি। সন্ধ্যা ৬:৩০টার সময় প্রদর্শিত হবে 'রঙ্গসেণা' নাট্যদলের 'ধৃতরাষ্ট্র' নাটকটি। রাত ৮টার সময়ও রয়েছে নাটকের প্রদর্শনী। সেইসময় দেখান হবে 'টালিগঞ্জ স্বপ্নমৈত্রী' নাট্যদলের 'লুকোচুরি' নাটকটি।




Conclusion:মিনার্ভা থিয়েটার :
শহরের আরও একটি ঐতিহ্যবাহী থিয়েটার হলে মঞ্চস্থ হবে 'জিহাদ কলকাতা' নাটকটি। সময় ৬:৩০টা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.