ETV Bharat / sitara

থিয়েটার : ৩০ বছরে পা কুশীলব নাট্যদলের

author img

By

Published : May 4, 2019, 6:32 PM IST

দেখতে দেখতে প্রায় ৩০ বছর পূর্ণ করল নাট্যদল 'কুশীলব'। খুব শিগগিরিই আসছে তাদের নতুন নাটক 'কাঁটা গাছে ফুটল ফুল'।

নাটকের মহড়া

কলকাতা : জার্নিটা শুরু হয়েছিল ১৯৮৯ সালে। প্রায় ৩০ বছর আগের কথা। আর এই তিন দশক ধরে থিয়েটারকে এক অন্যমাত্রায় নিয়ে গেছে কুশীলব। এবার তাঁদের নিবেদন 'কাঁটা গাছে ফুটল ফুল'। আদ্যোপান্ত একটি হাসির নাটক। এই প্রসঙ্গে নাট্য দলের সদস্য প্রতীপ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ETV Bharat।

প্রতীব বলেন, " আমাদের নতুন নাটক 'কাঁটা গাছে ফুটল ফুল'। এটির নাট্যকার উৎপল ঝাঁ। নির্দেশক রুনু চৌধুরী। মঞ্চ ভাবনায় দেবাঞ্জন সুর। মঞ্চ তৈরি করেছেন মদন হালদার। নাটকের অনেকখানি অংশ জুড়ে রয়েছে সংগীত। সুর দিয়েছেন পিলু ভট্টাচার্য। কণ্ঠে রয়েছেন শৌভিক, কিঙ্কিনিএবং পিলু ভট্টাচার্য নিজে।"

'কাঁটা গাছে ফুটল ফুল' নাটক সম্পর্কে প্রতীপবাবু বলেন, " বিষয়টি একটি ফরাসি কমেডি নাটককে অবলম্বন করে। একেবারেই রমকম বলা যেতে পারে। এটি একটি হাসির নাটক।"

ভিডিয়ো

রমকমকে বিষয় হিসেবে বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বললেন, " আমাদের দল দীর্ঘদিন নাটক করছে। সেই ১৯৮৯ সাল থেকে। এবং আমরা "আক্রমণ" করেছি, "শতাব্দীর শেষ" করেছি, "সুরের বাঁধনে" করেছি। বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ভাবনার নাটক করেছি আমরা। একটু পরিবর্তনের জন্য এই ভাবনা।"

প্রতীপবাবু আরও বললেন, " সবাই বলছে শুধুমাত্র হাসির নাটক এটি। কোনও ভাড়ামি ছাড়া, বাহুল্য ছাড়া। দর্শকের পছন্দ হবে বলে মনে হয়।" দল সম্পর্কে তিনি বললেন, "আমাদের দল প্রায় ৩০ বছর পূর্ণ করতে চলেছে। প্রথম নাটক "কাঁচের পুতুল"। নির্দেশনায় রুনু চৌধুরী। ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তার পরবর্তীকালে আমরা আজকের "হ-য-ব-র-ল" করেছি। "গণশত্রু" করেছি। আমরা দেশের বাইরে বিদেশেও শো করেছি। এছাড়া আনোয়ারি বাঈয়ের জীবন নিয়ে একটা নাটক করেছি। সেটা হচ্ছে, "সুরের বাঁধনে"। ইতিমধ্যেই আপনারা জানেন, কেশবচন্দ্র সেনের নাতনি নীলিমা সেনের জীবন নিয়ে নাটক প্রায় ১২৫ শো করেছি। কলকাতা এবং কলকাতার বাইরে বহু জায়গায় শো হয়েছে।"

প্রতীপ আরও জানান যে ৩০তম পূর্তি উপলক্ষ্য়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে তাঁরা। এমনকী নতুন নাটকের প্রস্তুতিও চলছে।

Intro:দেখতে দেখতে প্রায় ৩০ বছর পূর্ণ করলে নাট্যদল কুশীলব। এই নাট্যদল প্রস্তুত করল তাদের নতুন নাটক কাঁটা গাছে ফুটল ফুল। নাট্য দলের সদস্য প্রতীপ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলল ETV Bharat।




Body:তিনি বললেন, " আমাদের নতুন নাটক কাঁটা গাছে ফুটল ফুল। এটির নাট্যকার উৎপল ঝাঁ। নির্দেশক রুনু চৌধুরী। মঞ্চ ভাবনায় দেবাঞ্জন সুর। মঞ্চ তৈরি করেছেন মদন হালদার। নাটকের অনেকখানি অংশ জুড়ে রয়েছে সংগীত। সুর দিয়েছেন পিলু ভট্টাচার্য। কণ্ঠে রয়েছেন শৌভিক, কিঙ্কিনিএবং পিলু ভট্টাচার্য নিজে।"

কাঁটা গাছে ফুটল ফুল নাটক সম্পর্কে প্রতীপবাবু বললেন, " বিষয়টি একটি ফরাসি কমেডিকে অবলম্বন করে। একেবারেই রমকম বলা যেতে পারে। এটি একটি হাসির নাটক।"

রমকমকে বিষয় হিসেবে বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বললেন, " আমাদের দল দীর্ঘদিন নাটক করছে। সেই ১৯৮৯ সাল থেকে। এবং আমরা "আক্রমণ" করেছি, "শতাব্দীর শেষ" করেছি, "সুরের বাঁধনে" করেছি। বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ভাবনার নাটক করেছি আমরা। সেই নাটকটিকে বলা যেতে পারে সেই ভাবনা থেকেই করা।"

প্রতীপবাবু আরও বললেন, " সবাই বলছে শুধুমাত্র হাসির নাটক এটি। কোনও ভাড়ামি ছাড়া, বাহুল্য ছাড়া। দর্শকের পছন্দ হবে বলে মনে হয়।"


Conclusion:দল সম্পর্কে তিনি বললেন, "আমাদের দল প্রায় ৩০ বছর পূর্ণ করতে চলেছে। প্রথম নাটক "কাঁচের পুতুল"। নির্দেশনায় রুনু চৌধুরী। ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তার পরবর্তীকালে আমরা আজকের "হ-য-ব-র-ল" করেছি। "গণশত্রু" করেছি। আমরা দেশের বাইরে বিদেশেও শো করেছি। এছাড়া আনোয়ারি বাঈয়ের জীবন নিয়ে একটা নাটক করেছি। সেটা হচ্ছে, "সুরের বাঁধনে"। ইতিমধ্যেই আপনারা জানেন, কেশবচন্দ্র সেনের নাতনি নীলিমা সেনের জীবন নিয়ে নাটক প্রায় ১২৫ শো করেছি। কলকাতা এবং কলকাতার বাইরে বহু জায়গায় শো হয়েছে।"

সবশেষে প্রতীপ মুখোপাধ্যায় বললেন, "এছাড়াও নতুন নাটকের প্রস্তুতি চলছে। জীবনের অনেকটা সময় নাটককে দিয়ে ফেললাম। এটাই তো জীবন।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.