ETV Bharat / sitara

ফারহানের তুফানে বেসামাল ইন্টারনেট, উচ্ছ্বসিত সেলেবরা

author img

By

Published : Mar 14, 2021, 10:08 AM IST

Updated : Mar 14, 2021, 10:44 AM IST

ইন্টারনেটে ঝড় তুলল ফারহান আখতারের তুফান ৷ নয়া ফিল্মের টিজ়ারে উচ্ছ্বসিত সেলিব্রিটিরা ৷ শাহরুখ, সলমন, হৃত্বিক থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া - অনেকেই ভূয়সী প্রশংসা করেছেন তুফানের ৷

Salman Khan, priyanka chopra, Alia Bhat cheer to The Teaser Of Farhan Akhtar's Toofaan
ফারহানের তুফানে বেসামাল ইন্টারনেট, উচ্ছ্বসিত সেলেবরা

মুম্বই, 14 মার্চ: 2013 সালে ভাগ মিলখা ভাগে সবার নজর কেড়েছিলেন ফারহান আখতার ৷ খেলাধুলো নিয়ে ফিল্ম তৈরির জন্য যে একাগ্রতা ও নিষ্ঠার প্রয়োজন, তাতে এক চুল খামতি দেখাননি তিনি ৷ আবারও তিনি হাজির আরও একটা স্পোর্টস ড্রামা নিয়ে ৷ এ বার তাঁকে দেখা যাবে বক্সারের অবতারে ৷ তাঁর আপকামিং ফিল্ম তুফানের টিজ়ার প্রকাশিত হয়েছে ৷ আর তার পর থেকেই ইন্টারনেটে ঝুড়ি ঝুড়ি প্রশংসার বন্যায় ভাসছেন ফারহান ৷ সাধারণ সিনেপ্রেমীরা তো বটেই, এমনকী বলিউডের সেলিব্রিটিরাও উচ্ছ্বসিত সেই টিজ়ার দেখে ৷

টিজ়ার মুক্তি পেতেই ফারহানের দরাজ প্রশংসা করেছিলেন শাহরুখ খান ৷ এ বার সেই তালিকায় যুক্ত হলেন সলমন খান, হৃত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটদের মতো সেলেবরা ৷ তুফানের টিজ়ার শেয়ার করেছেন বলিউডের ভাইজান ৷ তিনি ক্যাপশনে লিখেছেন, "ফারহান অভিনন্দন ৷ টিজ়ারটা দারুণ হয়েছে ৷"

দ্য স্কাই ইজ় পিঙ্কে ফারহানের সহ-অভিনেতা প্রিয়াঙ্কা চোপড়াও তুফানের টিজ়ারে অভিভূত ৷ তিনি টুইটারে লিখেছেন, "অভিনন্দন ফারহান ! তোমার কঠোর পরিশ্রমের প্রমাণ মিলছে ৷ অনেক ভালোবাসা ৷"

ফারহানকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাটও ৷ তিনি লিখেছেন, "কী দারুণ এই টিজ়ার ! গোটা টিমকে অভিনন্দন ৷ দেখার জন্য মুখিয়ে রইলাম ৷"

12 মার্চ নিজের টুইটারে তুফানের টিজ়ার প্রকাশ করেন ফারহান আখতার ৷ তিনি জানান, 21 মে অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় মুক্তি পাবে তাঁর ফিল্ম ৷

  • How amazing is this teaser!!!!
    Packing a punch quite literally!!!❤️❤️

    Congratulations teammmm can't wait to see this one! https://t.co/25BpggT2Vx

    — Alia Bhatt (@aliaa08) March 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওমপ্রকাশ মেহরা ও ফারহানের একসঙ্গে দ্বিতীয় প্রোজেক্ট তুফান ৷ এর আগে তাঁদের ভাগ মিলখা ভাগ বহুল প্রশংসিত হয়েছিল ৷

  • It fills me with immense joy to give you the first glimpse of a film into which we poured all our love, passion, exuberance, madness even. It truly is a labour of love and today I am so excited to share it with you.
    Here’s presenting the #ToofaanTeaser 🥊https://t.co/lAus0P8sAo

    — Farhan Akhtar (@FarOutAkhtar) March 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Mar 14, 2021, 10:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.