ETV Bharat / sitara

Parambrata Ritabhari :ঋতাভরীই কি পরম-সুন্দরী ? ঘনিষ্ঠ ছবি ঘিরে সরগরম নেটপাড়া

author img

By

Published : Sep 8, 2021, 9:18 PM IST

পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) ও ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) কি প্রেমে পড়েছেন ? অভিনেত্রীর পোস্ট করা একটি ছবি ঘিরে এই জল্পনা শুরু হয়েছে নেট নাগরিকদের মধ্যে ৷

ritabhari chakraborty shared a pic with parambrata chattopadhyay, actor reacts
ঋতাভরীই কি পরমসুন্দরী ? ঘনিষ্ঠ ছবি ঘিরে সরগরম নেটপাড়া

কলকাতা, 8 সেপ্টেম্বর: অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে কি ডেটিং করছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ? তাঁদের একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসার পর এই প্রশ্নই ঘোরাফেরা করছে নেট নাগরিকদের মনে ৷ ছবিটি আবার পোস্ট করেছেন স্বয়ং অভিনেত্রী ৷ যেখানে তিনি জড়িয়ে ধরে রয়েছেন অভিনেতাকে ৷ এতেই ঋতাভরীকে নেটিজেনদের প্রশ্ন, "আপনিই কি তাহলে পরম-সুন্দরী ?"

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবিটি পোস্ট করেন ঋতাভরী চক্রবর্তী ৷ সেই ছবিতে দেখা গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের বুকে মাথা রেখে তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন অভিনেত্রী ৷ এই ছবি পোস্ট করে ক্যাপশনে পরমের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথাও তুলে ধরেন তিনি ৷ ঋতাভরী লিখেছেন, "রোদ উঠুক বা বৃষ্টি হোক, পৃথিবীতে এমন কয়েকজন মানুষ আছেন যে, যা-ই হোক তাঁদের উপর ভরসা করা যায় ৷ তুমি সবসময় আমার কাছে সে রকমই একটি শক্তির স্তম্ভ ৷" পরমব্রতকে ট্যাগ করে ঋতাভরী লেখেন, এটাই তাঁর পিডিএ পোস্ট ৷

আরও পড়ুন: Sabyasachi and Sandip Birthday: আজ দু'জনেরই জন্মদিন, বেণুদার সঙ্গে কেক কাটার গল্প শোনালেন বাবুদা

এই পোস্ট দেখে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতাও ৷ তিনি লিখেছেন, "দীর্ঘ বিরতির পর তোমার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল...তোমার শক্তিবৃদ্ধি হোক ও সুখী হও এই প্রার্থনা করি ! ভাল থেকো !"

আরও পড়ুন: Alia Bhatt: ডার্লিংসের শ্যুটিং শেষ, আলিয়ার ডেবিউ প্রোডাকশন নিয়ে কী মত রণবীরের ?

পরমব্রত তাঁর প্রতিক্রিয়ায় ঋতাভরীর সঙ্গে তাঁর সম্পর্কের কোনও ইঙ্গিত না-দিলেও নেট নাগরিকদের মুখ বন্ধ রাখতে পারেননি ৷ পরম ও ঋতাভরী পরস্পরের সঙ্গে প্রেমের সম্পর্কে আবব্ধ হয়েছেন কি না, সেই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা ৷ একজন লিখেছেন, "আমরা কি একে পরম সুন্দরী বলতে পারি ?" আর একজনের কথায়, "পরমদার প্রেমে পড়লে নাকি ?" এক ভক্ত আবার লিখেছেন, "তোমরা কি ডেটিং করছ ?" তাঁদের সম্পর্কের গভীরতা নিয়ে নেট মাধ্যম সরগরম হলেও এ নিয়ে আপাতত আর মুখ খোলেননি এই দুই তারকা ৷ প্রকৃতই বিনোদনের জগতে নতুন কোনও রিল লাইফ কেমিস্ট্রি তৈরি হতে চলেছে কি না, তার উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন: Antim First Poster: সলমন-আয়ুশের মুখোমুখি টক্কর, নজরকাড়া অন্তিমের প্রথম পোস্টার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.