ETV Bharat / sitara

Alia Bhatt: ডার্লিংসের শ্যুটিং শেষ, আলিয়ার ডেবিউ প্রোডাকশন নিয়ে কী মত রণবীরের ?

author img

By

Published : Sep 8, 2021, 3:56 PM IST

শেষ হল 'ডার্লিংস' (Darlings)-এর শ্যুটিং ৷ সোশ্যাল মিডিয়ায় সেটের বেশকিছু ছবি ও ভিডিয়ো পোস্ট করে এ কথা জানালেন আলিয়া ভাট (Alia Bhatt) ৷ তাঁর পোস্ট দেখে কমেন্ট করেছেন রণবীর সিং (Ranveer Singh) ৷

its-a-wrap-for-darlings-ranveer-calls-alia bhatt's-debut-production-triple-threat
ডার্লিংসের শ্যুটিং শেষ, আলিয়ার ডেবিউ প্রোডাকশন নিয়ে কী মত রণবীরের ?

মুম্বই, 8 সেপ্টেম্বর: তাঁর আপকামিং ফিল্ম 'ডার্লিংস'-এর (Darlings) শ্যুটিং শেষ করলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) ৷ এই ছবি দিয়েই প্রযোজক হিসেবে অভিষেক ঘটছে তাঁর ৷ আর পরিচালনায় ডেবিউ হচ্ছে লেখক যশমীত কে রীনের ৷ ডার্ক কমেডির সহ-প্রযোজক সুপারস্টার শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট (Red Chillies Entertainment) ৷

'ডার্লিংস'-এ শেফালি শাহ (Shefali Shah), বিজয় ভার্মা (Vijay Verma) ও রোশন ম্যাথিউকেও (Roshan Mathew) দেখা যাবে ৷ সংরক্ষণশীল নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রেক্ষাপটে তৈরি এই ফিল্মের গল্প ৷ ব্যতিক্রমী পরিস্থিতিতে সাহসের সঙ্গে ভালোবাসার খোঁজে কীভাবে এগিয়ে চলে দু'জন মহিলার জীবন, এই নিয়েই এগিয়েছে ডার্লিংসের পটভূমি ৷ সেটের কিছু ছবি ও ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন আলিয়া ভাট ৷ তিনি ক্যাপশনে লিখেছেন, "ডার্লিংস, শ্যুটিং শেষ ! এই ছবিটি তৈরি করতে আমরা সেরাটা দিয়েছি ৷ আশা করছি আপনারা এটা ভালোবাসবেন ৷ মুভিতেই দেখা হচ্ছে ৷"

আরও পড়ুন: Antim First Poster: সলমন-আয়ুশের মুখোমুখি টক্কর, নজরকাড়া অন্তিমের প্রথম পোস্টার

আলিয়ার এই পোস্ট দেখে উচ্ছ্বসিত তাঁর গাল্লি-বয় সহ-অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) ৷ তিনি কমেন্ট বক্সে লিখেছেন, এই ছবিতে দর্শকদের ত্রয়ী ঝুঁকি সামলাতে হবে ৷ কারণ শেফালি, বিজয় ও আলিয়ার মতো তিনজন প্রতিভাধর স্টার রয়েছেন এই ফিল্মে ৷ রণবীরের কথায়, "শেফু, ভিভি ও লুলু একসঙ্গে, তিনটি থ্রেট ! বুম !"

আরও পড়ুন: Pori Moni: দেশমাতা একটু নিরাপত্তা দিন ! কাতর আকুতি পরীমণির

আলিয়ার পোস্ট করা ছবি ও ভিডিয়ো নিজের টুইটার প্রোফাইলে পোস্ট করেছেন বিজয় ভার্মাও ৷ তিনি ক্যাপশনে লিখেছেন, "ডার্লিংসের শ্যুটিং শেষ হল ৷ এই সহকর্মীদের সঙ্গে কাজ করার সময় দারুণ আনন্দ করেছি ৷ ওঁদের এ বার খুব মিস করব ৷ সেটে কী হত, তার কয়েকটি অংশ তুলে ধরলাম ৷"

আরও পড়ুন: Aruna Bhatia : প্রয়াত অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া

ডার্লিংস ছাড়াও পরপর বেশ কয়েকটি ফিল্ম হাতে রয়েছে আলিয়া ভাটের ৷ তাঁকে দেখা যাবে সঞ্জয় লীলা বনসালির 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়' (Gangubai Kathiawad), এসএস রাজামৌলীর 'আরআরআর' (RRR), করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani) ও 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)-এ ৷ ব্রহ্মাস্ত্রে দেখা যাবে রণবীর কাপুর (Ranbir Kapoor)-আলিয়ার অনস্ত্রিন কেমিস্ট্রি ৷ আর করণ জোহরের ফিল্মে আলিয়ার বিপরীতে থাকছেন রণবীর সিং ৷

আরও পড়ুন: Uma: দুর্গাপুজোর আগেই ঘরে আসছে উমা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.