ETV Bharat / sitara

Puneeth Rajkumar Funeral: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন পুনিত রাজকুমারের

author img

By

Published : Oct 31, 2021, 3:57 PM IST

Updated : Oct 31, 2021, 4:25 PM IST

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টুডিয়োয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হল পুনিত রাজকুমারের (Puneeth Rajkumar Funeral)৷ তাঁকে চোখের জলে বিদায় জানালেন পরিবার-পরিজন ও ভক্তরা ৷

final-journey-of-puneeth-rajkumar-state-honours-to-be-given
পুনিত রাজকুমার

বেঙ্গালুরু, 31 অক্টোবর: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল কন্নড় সুপারস্টার পুনিত রাজকুমারের (Puneeth Rajkumar Funeral) ৷ বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টুডিয়োয় রবিবার তাঁর শেষকৃত্য হয় ৷ সে সময় সেখানে উপস্থিত ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ও প্রয়াত অভিনেতার পরিবার-পরিজনেরা ৷ শনিবার রাত পর্যন্ত তাঁকে শেষশ্রদ্ধা জানাতে ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ চিরঞ্জীবী, জুনিয়র এনটিআর, শিব রাজকুমার, বেঙ্কটেশ দুগ্গাবতী-সহ আরও অনেকে চোখের জলে বিদায় জানান জনপ্রিয় অভিনেতাকে ৷

গতকাল বিকেলে সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "পুনিতের মেয়ে ধৃতি দিল্লিতে এসে পৌঁছেছে ৷ সে বিকেল 5.30-6টার মধ্যে বেঙ্গালুরু পৌঁছবে ৷ এখনও অনেকে অভিনেতাকে শেষশ্রদ্ধা জানাতে আসছেন ৷ সন্ধে 6টার পর শেষকৃত্য করা কঠিন ৷ সে জন্য দুই ভাই শিবরাজ কুমার ও রাঘবেন্দ্র কুমারের সঙ্গে কথা বলে আমরা ঠিক করেছি যে, শেষকৃত্য রবিবার করা হবে ৷ রবিবার সকাল পর্যন্ত মানুষ শান্তিপূর্ণ ভাবে তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন ৷" প্রয়াত অভিনেতার বড় মেয়ে ধৃতি ছিলেন নিউ ইয়র্কে ৷ তিনি ফিরে আসার পরই শেষকৃত্য হবে বলে জানিয়েছিল পুনিত রাজকুমারের পরিবার ৷

আরও পড়ুন: Puneeth Rajkumar's Funeral: পুনিত রাজকুমারের অন্ত্যেষ্টি রবিবার, জানালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী

সিদ্ধার্থ শুক্লার পর হার্ট অ্যাটাকে অকালেই প্রয়াত হন 46 বছরের পাওয়ার স্টার পুনিত রাজকুমার ৷ গত শুক্রবার সকালে বেঙ্গালুরুর হাসপাতালে তাঁর জীবনাবসান হয় ৷ বিক্রম হাসপাতালের ডা. রঙ্গনাথ নায়ক জানিয়েছিলেন, বেলা 11.30 নাগাদ পুনিত রাজকুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ বুকে ব্যথা নিয়ে তাঁকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখন তাঁর অবস্থা ছিল সঙ্কটজনক ৷ তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয় ৷ জানা যায়, সকালেই হৃদরোগে আক্রান্ত হন কন্নড় অভিনেতা ৷ তাঁকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গিয়ে সেখানে তাঁর ইসিজি করানো হয় ৷ সেখানেই স্পষ্ট হয় যে, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে ৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বিক্রম হাসপাতালে ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷

আরও পড়ুন: Puneeth Rajkumar: পুনিত রাজকুমারকে শেষশ্রদ্ধায় জনসমুদ্র, আজই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি

জনপ্রিয় অভিনেতার অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে আসে সিনে দুনিয়ায় ৷ অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, সোনু সুদ, অনিল কাপুর, ধনুশ, মহেশ বাবু, জুনিয়র এনটিআর, চিরঞ্জীবী-সহ আরও অনেকে গভীর শোকপ্রকাশ করেন ৷ শুধু বিনোদনের জগৎই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধি, প্রকাশ জাভড়েকর, নির্মলা সীতারমণের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও পুনিত রাজকুমারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ৷

আরও পড়ুন: Puneeth Rajkumar: সিদ্ধার্থের পর অকালেই হার্ট অ্যাটাকে মৃত জনপ্রিয় কন্নড় অভিনেতা রাজকুমার

রাজকুমারের ছেলে পুনিত পরিচিত আপ্পু ও পাওয়ার স্টার নামেও ৷ শিশু শিল্পী হিসেবে তিনি ডেবিউ করেছিলেন ৷ তাঁর 46 বছরের জীবনে 29টি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷ তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি ছিল 'যুবরত্ন'৷ এ ছাড়াও রাম, হুডুগারু ও আনজানি পুত্রে তাঁর পারফরম্যান্স যথেষ্ট প্রশংসিত হয়েছে ৷ প্রয়াত অভিনেতার প্রতি আমাদের তরফেও রইল শ্রদ্ধা ৷

আরও পড়ুন: Sidharth Shukla's funeral: সিদ্ধার্থকে শেষবিদায় বিধ্বস্ত প্রেমিকা শেহনাজের, ভাইরাল ভিডিয়ো

Last Updated :Oct 31, 2021, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.