ETV Bharat / sitara

ছেলের সঙ্গে ফুটবল খেলার ছবি পোস্ট বুম্বাদার, আপ্লুত নেটিজেনরা

author img

By

Published : Jul 2, 2021, 5:27 PM IST

ছেলের সঙ্গে ফুটবল খেলার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ সেই ছবি দেখে আনন্দে আত্মহারা নেটিজেনরা ৷

prosenjit chatterjee playing football with his son, actor shares a throwback pic
ছেলের সঙ্গে ফুটবল, স্মৃতির সরণিতে মজে বুম্বাদা

কলকাতা, 2 জুলাই : বিদেশে পড়াশোনা করে একমাত্র ছেলে ৷ নয়নের মণিকে চোখে হারান বাবা ৷ যোজন দূরত্বে থেকেই ছেলেকে নিয়ে হয়ে পড়েন নস্টালজিক ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ টলিউডের প্রখ্যাত অভিনেতা তাঁর সঙ্গে তাঁর পুত্র তৃষাণজিতের একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন ৷ সেই ছবি দেখে আপ্লুত নেট নাগরিকরা ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বাপ-ব্যাটার একটি ছবি পোস্ট করেছেন বুম্বাদা ৷ সেই ছবিতে ছেলের সঙ্গে তাঁকে ফুটবল খেলতে দেখা যাচ্ছে ৷ একটি নীল বলকে ট্যাকেল করতে ব্যস্ত বাবা ও ছেলে ৷ ছবিটি পোস্ট করে ক্যাপশনে 'গুমনামি' স্টার লিখেছেন "বাঙালি ও ফুটবল ৷" এই ছবি পোস্ট করার পরই তাতে লাইক ও কমেন্টের ছড়াছড়ি ৷ পরের পর পড়েছে লাল রঙের হার্ট ইমোজি ৷ বাবা-ছেলের ফুটবলের প্রতি আগ্রহকে কুর্নিশ জানিয়েছেন ফুটবলপ্রেমীরা ৷

prosenjit chatterjee playing football with his son, actor shares a throwback pic
ছেলের সঙ্গে ফুটবল, স্মৃতির সরণিতে মজে বুম্বাদা

আরও পড়ুন: আর্থিক দুর্নীতি মামলায় ইয়ামি গৌতমকে সমন পাঠাল ইডি

বিনোদনের জগৎ নিয়ে যাঁরা একটু খবর রাখেন, তাঁদের কাছে প্রসেনজিতের ফুটবল প্রেমের কথা অজানা নয় ৷ বাঙালির কাছে সব খেলার সেরা ফুটবল, তিনিও যে তার ব্যতিক্রম নন, তা এই পোস্টেই বুঝিয়ে দিয়েছেন তিনি ৷ এর আগে গায়ে আর্জেন্টিনার জার্সি চাপিয়ে বিদেশে উড়ে যেতে দেখা গিয়েছে পিতা-পুত্রকে ৷ খেলা দেখার পাশাপাশি তিনি নিজেও যে ফুটবল খেলতে খুবই ভালোবাসেন তা বোঝা গেল এ দিনের পোস্টে ৷ সম্ভবত নিজের বাড়ির দালানেই ছেলের সঙ্গে ফুটবল খেলার ছবি পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ৷

আরও পড়ুন: স্বামীর শেষ যাত্রায় কাঁধ দিলেন, শোকের আবহে প্রশংসিত মন্দিরা

তবে এই ছবি বেশ পুরনো ৷ কারণ বহু বছর বিদেশেই আছে প্রসেনজিৎ ও অর্পিতা চট্টোপাধ্য়ায়ের একমাত্র ছেলে তৃষাণজিৎ ৷ যখনই সে বাড়ি ফেরে তখন বাবা-মায়ের সঙ্গেই সময় কাটায় সে ৷ সে রকমই কোনও মুহূর্তে হয়তো বাবার সঙ্গে ফুটবল খেলার ছবিটি ক্যামেরাবন্দি হয়েছিল ৷ সেই স্মৃতি রোমন্থন করেই হয়তো ব্যস্ততার মাঝে একটু মন ভালো করে নিলেন অভিনেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.