ETV Bharat / sitara

ভার্চুয়াল মাধ্যমে নয়, তারকাদের উপস্থিতিতেই হবে অস্কার

author img

By

Published : Dec 2, 2020, 1:38 PM IST

asd
asd

2021-এর 28 ফেব্রুয়ারি অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা ছিল । কোরোনা পরিস্থিতির জেরে তা পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় । শোনা যাচ্ছে, 25 এপ্রিল এই অনুষ্ঠানের আয়োজন করা হবে । আর মনোনীত ছবিগুলির তালিকা প্রকাশ করা হবে 15 মার্চ ।

লস অ্যাঞ্জেলস : অস্কার অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হয়েছে একাধিক জল্পনা । কোরোনা পরিস্থিতির মধ্যে কীভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে তা নিয়ে জল্পনা চলছে । শোনা যাচ্ছিল, ভার্চুয়াল মাধ্যমে নাকি এই অনুষ্ঠানের আয়োজন করা হবে । তবে অনুষ্ঠানের আয়োজকদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠান পালন করা হবে না । বরং তারকাদের উপস্থিতিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হবে ।

মোটামুটি গ্রীষ্মের পর থেকেই শুরু হয়ে যায় অস্কারের প্রস্তুতি পর্ব । নভেম্বর বা ডিসেম্বর নাগাদ স্টুডিয়োগুলো তাদের নির্বাচিত ছবি পাঠাতে শুরু করে প্রতিযোগিতায় । জানুয়ারিতে ছবিগুলিকে নিয়ে ভোট হয় । তারপর ফেব্রুয়ারির দিকেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে আপাতত এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে ।

2021-এর 28 ফেব্রুয়ারি অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা ছিল । কোরোনা পরিস্থিতির জেরে তা পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় । শোনা যাচ্ছে, 25 এপ্রিল এই অনুষ্ঠানের আয়োজন করা হবে । আর মনোনীত ছবিগুলির তালিকা প্রকাশ করা হবে 15 মার্চ ।

সূত্রের খবর, কোরোনার জেরে বিশ্বজুড়ে সিনেমা হল বন্ধ থাকায় মুক্তি পেতে পারেনি একাধিক ছবি । আর সেই কারণে হল খোলার পর যাতে আরও কয়েকটি ছবি এই অস্কারের দৌড়ে সামিল হতে পারেন তার জন্যই অস্কার অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন আয়োজকরা ।

তবে ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আয়োজকরা । বরং এতদিন যেভাবে অনুষ্ঠান পালন করা হয়েছে সেভাবেই লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে এর আয়োজন করা হবে বলে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.