ETV Bharat / sitara

Aryan Khan: মিলল না জামিন, আপাতত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানের

author img

By

Published : Oct 8, 2021, 5:17 PM IST

Updated : Oct 8, 2021, 6:03 PM IST

Aryan Khan's arrest
আজও মিলল না মুক্তি, আরিয়ানকে জামিন দিল না আদালত

আজও মেলেনি মুক্তি ৷ মাদক মামলায় (Mumbai Cruise Drugs Case) আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদন মঞ্জুর করল না মুম্বইয়ের আদালত ৷ খারিজ হয়ে গেল আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদনও ৷

মুম্বই, 8 অক্টোবর: আজও মিলল না মুক্তি ৷ সকাল থেকে দীর্ঘ শুনানির পর মাদক মামলায় (Mumbai Cruise Drugs Case) অবশেষে আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদন খারিজ করে দিল মুম্বইয়ের আদালত ৷ তাঁকে কাটাতে হবে আর্থার রোড জেলেই ৷ খারিজ হয়ে গিয়েছে আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদনও ৷ তিন জনকেই জামিনের জন্য নগর দায়রা আদালতে আবেদন করতে বলা হয়েছে ৷

জামিনের আবেদনের বিরুদ্ধে এনসিবি (NCB)-র যুক্তি ছিল, আরিয়ান খানকে মুক্তি দেওয়া হলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে ৷ তিনি প্রভাব খাটিয়ে তথ্য-প্রমাণ বিনষ্ট করে দিতে পারেন ৷ অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অনিল সিং তাঁর সওয়ালে বলেন, "তাঁরা প্রভাবশালী মানুষ ৷ কাজেই প্রমাণ নষ্ট করার সম্ভাবনা রয়েছে ৷ আমাদের কাছে অনেক তথ্য রয়েছে ৷ এই অবস্থায় ওঁদের জামিন দেওয়া হলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে ৷"

যদিও শাহরুখ-পুত্রের আইনজীবী সতীশ মানেশিণ্ডে বলেন, তাঁর মক্কেলের কাছ থেকে বা তাঁর ব্যাগ থেকে কোনও কিছু উদ্ধার করতে পারেনি এনসিবি ৷ পাঁচ দিনে বিশেষ কোনও তথ্যই সামনে আসেনি ৷ কারণ সামনে আসার মতো কিছুই সে রকম নেই ৷ আরিয়ান সম্ভ্রান্ত পরিবারের ৷ ও পালিয়েও যাবে না ৷ তবে এই যুক্তি মানতে চাননি বিচারক ৷

আরও পড়ুন: Aryan Khan : বিচারবিভাগীয় হেফাজতে আরিয়ানরা, কাল শাহরুখ-পুত্রের জামিনের শুনানি

আজ সকালে মুম্বইয়ের এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট আদালতে শুরু হয় আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদনের মামলা ৷ শুনানির আগে নিয়ম মেনে আরিয়ানদের মেডিক্যাল পরীক্ষা করানো হয় ৷ জেজে হাসপাতালে পরীক্ষা-নীরিক্ষা করানোর পর আরিয়ান ও আরবাজকে আর্থার রোড সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় ৷ দুই মহিলা অভিযুক্তকে বাইকুল্লা মহিলা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে ৷ সকাল থেকে দীর্ঘক্ষণ সওয়াল-জবাবের পর মধ্যাহ্নভোজের বিরতি সেরে আবার শুনানি হয় ৷ তা চলে সন্ধে পর্যন্ত ৷

আরও পড়ুন: NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের

এ দিকে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা নবাব মালিক আবারও এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন ৷ তাঁর অভিযোগ, শীর্ষ বিজেপি নেতার জামাইকেও সে দিন প্রমোদতরীতে হানা দিয়ে আটক করেছিল এনসিবি ৷ তবে কিছুক্ষণের মধ্যেই বিজেপি নেতার আত্মীয়কে ছেড়ে দেওয়া হয় ৷ এর আগেও আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে বিজেপিকে একহাত নিয়েছিলেন মহারাষ্ট্রের এই মন্ত্রী ৷

আরও পড়ুন: Aryaan Khan: ক্রুজে মাদক পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র-সহ 8 জনকে জেরা এনসিবি-র

মাদক মামলায় (Mumbai Cruise Drugs Case) গতকাল মুক্তি পাননি আরিয়ান খান ৷ তিনি, আরবাজ মার্চেন্ট ও মাদক মামলায় ধৃত আরও 6 জনকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতের (Judicial Custody) নির্দেশ দেয় মুম্বইয়ের আদালত ৷ এই মামলার শুনানি এ বার থেকে বিশেষ এনডিপিএস আদালতে হবে বলে জানিয়েছে এসপ্ল্যানেড আদালত ৷

আরও পড়ুন: Hrithik Kangana: বলিউডের মাফিয়া পাপ্পুরা আরিয়ানের পাশে, হৃত্বিকের খোলা চিঠিতে বিস্ফোরণ কঙ্গনার

Last Updated :Oct 8, 2021, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.