ETV Bharat / sitara

ট্রেলার : কণ্ঠশিল্পীর লড়াইয়ের গল্প বলবে 'কণ্ঠ'

author img

By

Published : Apr 15, 2019, 3:12 PM IST

Updated : Apr 15, 2019, 4:20 PM IST

কণ্ঠর ট্রেলার লঞ্চ

নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একসঙ্গে পথ চলা সেই 'ইচ্ছে' ছবির সময় থেকে। তখনই বিষয়বস্তুভিত্তিক ছবি তৈরি করে ট্রেন্ড সেট করেছিলেন পরিচালকদ্বয়। নন্দিতা-শিবপ্রসাদের নির্দিষ্ট দর্শক তৈরি হয়।

কলকাতা : মুক্তি পেল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি 'কণ্ঠ'র ট্রেলার। এই ছবির হাত ধরেই অনেকদিন পর নায়কের ভূমিকায় দেখা যাবে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। সেই সঙ্গে তাঁর বিপরীতে দেখা যাবে পাওলি দামকে। নন্দিতা- শিবপ্রসাদের ছবিতে এবং তাঁদের প্রযোজনা সংস্থা উইন্ডোজ়ের সঙ্গে এটা পাওলির প্রথম কাজ। ছবিতে এক স্পিচ থেরাপিস্টের বিশেষ ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। উইন্ডোজ়ের সঙ্গে জয়ারও এটি প্রথম কাজ।

নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একসঙ্গে পথ চলা সেই 'ইচ্ছে' ছবির সময় থেকে। তখনই বিষয়বস্তুভিত্তিক ছবি তৈরি করে ট্রেন্ড সেট করেছিলেন পরিচালকদ্বয়। নন্দিতা-শিবপ্রসাদের নির্দিষ্ট দর্শক তৈরি হয়। যাঁরা সারা বছর অপেক্ষা করে থাকে এই পরিচালকদ্বয়ের ছবির জন্য। জোর একমাত্র কনটেন্ট, তুখোড় সংলাপ এবং অভিনয়। ইচ্ছে, বেলাশেষে, মুক্তধারা, অলীক সুখ, প্রাক্তন, পোস্ত, রসগোল্লা, হামির মতো ছবি বারবার সেটাই প্রমাণ করে। সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি ছবি, কণ্ঠ।

রেডিয়ো আর্টিস্টদের নিয়ে ছবি তৈরি হয়েছে আগেও। যদিও সদ্যমুক্তি পাওয়া 'কণ্ঠ'র ট্রেলার একেবারে অন্য কথা বলে গেল ছবি সম্পর্কে। এধরনের ছবি বোধহয় হয়নি আগে। গলায় কর্কটরোগে আক্রান্ত রেডিয়ো জকি অর্জুনের বাদ দিতে হয় সাউন্ড বক্স। যার ফলে চিরকালের জন্য হারায় তার কণ্ঠস্বর। মানসিকভাবে ভেঙে যায় অর্জুন। বিশেষ করে সে যখন একজন রেডিয়ো শিল্পী, কণ্ঠস্বরে যেখানে তার রুজি-রুটির পথ, আত্মপরিচিতি অঙ্গ।

কণ্ঠর ট্রেলার লঞ্চ
কণ্ঠস্বর হারিয়ে অর্জুন এতটাই ভেঙে পড়ে, যে তার সবচেয়ে কাছের মানুষ স্ত্রী পৃথাকেও (পাওলি দাম) মনে করতে শুরু করে সবচেয়ে বড় শত্রু। এমন সময় অর্জুনের জীবনে আসে স্পিচ থেরাপিস্ট। এই চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। কীভাবে খাদ্যনালীর সাহায্যে কথা বলা যায় শেখাবে সে।ছবি সম্পর্কে জানতে গেলে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, " আমি খুব নার্ভাস। দু'জন অসামান্য অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছি। একদিকে পাওলি দাম, অন্যদিকে জয়া আহসান। দু'জনের সঙ্গে অভিনয় করা সত্যিই কঠিন কাজ। জানি না কতটা ঠিক মতো করতে পেরেছি। সেটা দর্শকই বলবেন। চেষ্টা করেছি নতুন ধরনের কাজ করতে। আমার মনে হয় কণ্ঠর সবচেয়ে বড় মেসেজ আশাবাদ। তোমার কাছ থেকে জীবন কোনওকিছু কেড়ে নিতে পারে। যাই ঘটুক না কেন, জীবনশক্তি কেড়ে নিতে পারবে না।"

ছবি মুক্তি পাবে ১০ মে। ছবি নিয়ে আশাবাদী নন্দিতা- শিবপ্রসাদের গোটা টিম।

Intro:নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি কণ্ঠর ট্রেলার মুক্তি পেল নববর্ষের শুরুতেই। এই ছবির হাত ধরেই অনেকদিন পর নায়কের ভূমিকায় দেখা যাবে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। সেই সঙ্গে তাঁর বিপরীতে দেখা যাবে পাওলি দামকেও। নন্দিতা- শিবপ্রসাদের ছবিতে এবং তাঁদের প্রযোজনা সংস্থা উইন্ডোজের সঙ্গে এটা পাওলির প্রথম কাজ। ছবিতে এক স্পিচ থেরাপিস্টের বিশেষ ভূমিকায় দেখা যাবে জয়া এহসানকে। এটিও উইন্ডোজের সঙ্গে জয়ার প্রথম কাজ।


Body:নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একসঙ্গে পথ চলা সেই ইচ্ছে ছবির সময় থেকে। তখনই বিষয়বস্তুভিত্তিক ছবি তৈরি করে ট্রেন্ড সেট করেছিলেন পরিচালকদ্বয়। নন্দিতা-শিবপ্রসাদের নির্দিষ্ট দর্শক তৈরি হয়। যাঁরা সারা বছর অপেক্ষা করে থাকে এই পরিচালকদ্বয়ের ছবির জন্য। জোর একমাত্র কনটেন্ট, তুখোড় সংলাপ এবং অভিনয়। ইচ্ছে, বেলাশেষে, মুক্তধারা, অলীক সুখ, প্রাক্তন, হামির মতো ছবি বারবার সেটাই প্রমাণ করে। সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি ছবি, কণ্ঠ।

রেডিও আর্টিস্টদের নিয়ে ছবি তৈরি হয়েছে আগেও। যদিও সদ্যমুক্তি পাওয়া কণ্ঠর ট্রেইলার একেবারে অন্য কথা বলে গেল ছবি সম্পর্কে। এধরনের ছবি বোধহয় হয়নি আগে। গলায় কর্কটরোগে আক্রান্ত রেডিও জকি অর্জুনের বাদ দিতে হয় সাউন্ড বক্স। যার ফলে চিরকালের জন্য হারায় তার কণ্ঠস্বর। মানসিকভাবে ভেঙে যায় অর্জুন। বিশেষ করে সে যখন একজন রেডিও শিল্পী, কণ্ঠস্বরে যেখানে তার রুজি-রুটির পথ, আত্মপরিচিতি অঙ্গ।

কণ্ঠস্বর হারিয়ে অর্জুন এতটাই ভেঙ্গে পড়ে, যে তার সবচেয়ে কাছের মানুষ স্ত্রী পৃথাকেও (পাওলি দাম) মনে করতে শুরু করে সবচেয়ে বড় শত্রু। এমন সময় অর্জুনের জীবনে আসে স্পিচ থেরাপিস্ট। এই চরিত্রে দেখা যাবে জয়া এহসানকে। কীভাবে খাদ্যনালীর সাহায্যে কথা বলা যায় শেখাবে সে।

ছবি সম্পর্কে জানতে গেলে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, " আমি খুব নার্ভাস। দু'জন অসামান্য অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছি। একদিকে পাওলি দাম, অন্যদিকে জয়া এহসান। দু'জনের সঙ্গে অভিনয় করা সত্যিই কঠিন কাজ। জানিনা কতটা ঠিক মতো করতে পেরেছি। সেটা দর্শকই বলবেন। চেষ্টা করেছি নতুন ধরনের কাজ করতে। আমার মনে হয় কণ্ঠর সবচেয়ে বড় মেসেজ আশাবাদ। তোমার কাছ থেকে জীবন কোনওকিছু কেড়ে নিতে পারে। যাই ঘটুক না কেন, জীবনশক্তি কেড়ে নিতে পারবে না।"


Conclusion:ছবি মুক্তি পাবে ১০ মে। ছবি নিয়ে আশাবাদী নন্দিতা- শিবপ্রসাদের গোটা টিম।
Last Updated :Apr 15, 2019, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.