ETV Bharat / sitara

মুখ দেখেই মানুষকে বিচার করাটা ঠিক নয়, বোঝাতে আসছে 'ভরম'

author img

By

Published : May 12, 2020, 2:18 PM IST

sdf
gkg

অনেক সময় মানুষের বাহ্যিক চেহারা দেখে, তাকে আমরা বিচার করে ফেলি । আর এই বিষয়টির উপরই ছবি তৈরি করেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক । ছবির নাম 'ভরম'।

কলকাতা : বাড়িতে রয়েছে এক পরিচারিকা । সেই সময় আসে এক সেলসম্যান । দেখা যায়, তাঁরা একে অপরকে ভুল ভাবে বিচার করেছে । অনেক সময় মানুষের বাহ্যিক চেহারা দেখে, তাকে আমরা বিচার করে ফেলি । এক্ষেত্রেও তাই ঘটে । এই বিষয়টির উপরই ছবি তৈরি করেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক । ছবির নাম 'ভরম'।

ছবি সম্পর্কে ETV ভারত সিতারাকে শিলাদিত্য বলেন, "শুধু মুখ দেখে খুব সহজেই আমরা মানুষকে বিচার করি । প্রথমবার দেখে যা মনে হয় সেটাই আমরা মাথায় ঢুকিয়ে নিই । সেটা সবসময় ঠিক হয় না । মলাট দিয়ে বইয়ের ভিতরটা বোঝা যায় না । তার উপরই একটা ছোট্ট ছবি বানিয়েছি । ছবিতে রয়েছে তিনটি চরিত্র, প্রথমে তিনজনই একে অপরকে ভুল বোঝে ।"

sdf
.

এই শর্টফিল্মের শুটিং হয়েছে লকডাউনের আগে । শিলাদিত্য বলেন, "শর্টফিল্ম 'ভরম'-এর শুট করা হয়েছে লকডাউনের তিন মাস আগে । সল্টলেকে শুটিং হয়েছে । পকেট ফিল্মস শর্টফিল্মের একটা বিশাল বড় প্ল্যাটফর্ম । আমরা ডিস্ট্রিবিউশনটা তাদের দিয়েছি । এই ছবিটা হিন্দি ভাষায় তৈরি । তাছাড়া, মানুষ বাড়িতে বসে অনেক কিছু দেখছে । হলে যেতে হচ্ছে না । সুতরাং, বাড়িতে বসে ছবি দেখার একটা ভালো সময় এটা । এটা একটা থ্রিলার গোছের ছবি । আশাকরি মানুষের ভালো লাগবে ।"

dfg
.

অভিনয় করেছেন অনুরাধা মুখার্জি এবং কান সিং সোধা । ছবি সম্পর্কে অনুরাধা বলেন, "আমার মনে হয় ছবির এই ধারণাটা একেবারেই আলাদা । অনেকের সঙ্গেই এটা হয়ে থাকে । বলা হয়, 'ডোন্ট জজ আ বুক বাই ইটস কভার'। ছবিতে সেই কনসেপ্টটাই তুলে ধরা হয়েছে । কান সিং সোধা এই ছবির প্রযোজকও । যিনি আমার সঙ্গে অভিনয় করেছেন । এরকম চরিত্রে আমি আগে কাজ করিনি । খুব ভালো লেগেছে কাজ করতে ।"

sdf
.

ছবি মুক্তি প্রসঙ্গে কান সিং সোধা বলেন, "6 মাস আগেই ভিডিয়োটা শুট করা হয়েছে । আর ছবিটি মুক্তির জন্য এটাই সঠিক সময় বলে মনে হয়েছে আমাদের । কারণ এখন সবাই বাড়িতে রয়েছেন । আর ছবি দেখারও সুযোগ পাবেন ।"

ছবির পরিচালনা, গল্প এবং চিত্রনাট্য শিলাদিত্য মৌলিকের । সম্পাদনা করেছেন সংলাপ ভৌমিক । ছবির গানের দায়িত্বে ছিলেন রণজয় ভট্টাচার্য । আর ক্যামেরায় মধুরা পালিত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.