ETV Bharat / sitara

Outdoor Shooting: অনুমতি মিলল আউটডোর শুটিংয়ের, মিশ্র প্রতিক্রিয়া সিনেমহলে

author img

By

Published : Oct 29, 2021, 7:39 PM IST

সিনেমা ও সিরিয়ালের আউটোডোর শুটিং (Outdoor Shooting) শুরু করায় ছাড়পত্র দিল রাজ্য সরকার । প্রেক্ষাগৃহে 70 শতাংশ দর্শকের প্রবেশেরও নির্দেশ দেওয়া হয়েছে ৷

bengal-govt-gives-nod-in-outdoor-shooting-actor-directors-react
অনুমতি মিলল আউটডোর শুটিঙের, মিশ্র প্রতিক্রিয়া সিনেমহলে

কলকাতা, 29 অক্টোবর: এ বার থেকে সিনেমা-সিরিয়ালের আউটোডোর শুটিং (Outdoor Shooting) করা যাবে ৷ জানাল রাজ্য সরকার । পাশাপাশি সিনেমা হলে 70 শতাংশ দর্শকের প্রবেশেরও নির্দেশ দেওয়া হয়েছে ৷

করোনার কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল শুটিং । এরপর ধীরে ধীরে সেগুলির কাজ শুরু হয় । তবে এতদিন বন্ধ ছিল আউটডোর শুটিং । এবার তারও অনুমতি মিলল রাজ্য সরকারের তরফে । কোভিড বিধি মেনে করা যাবে আউটোডোর শুটিং । 1 নভেম্বর থেকে একগুচ্ছ ছাড়ের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার । তার মধ্যে এটি একটি । এদিকে পুজোর পর থেকে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে আউটোডোরের অনুমতি নিয়ে কী বলছে বিনোদনমহল ? মিশ্র প্রতিক্রিয়া মিলল উত্তরে ।

এ ব্যাপারে পরিচালক রাজা চন্দ বলেন, "সরকারি সিদ্ধান্তের ব্যাপারে আমার কি কিছু বলা সাজে ? সরকার নিশ্চয়ই এ ব্যাপারে যে বা যাঁরা অভিজ্ঞ তাঁদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছে । তবে বলব, স্কুল-কলেজ সব খুলছে, সিনেমা হল খুলেছে, এর থেকে ভাল তো কিছু হতে পারে না । আমরা আউটডোরে যেতে পারতাম না, এ বার পারব । নিঃসন্দেহে খুব ভাল খবর এটা । তবে আমাদের উচিত সাবধানতা মেনে কাজ করা । যাতে এর প্রকোপ না-বাড়ে ।"

আরও পড়ুন: Aryan Khan: একাই মন্নতে ফিরছেন শাহরুখ, আরও এক রাত জেলেই থাকবেন আরিয়ান

অভিনেতা-পরিচালক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের অবস্থা খানিকটা ভেড়ার মতো । লাইন দিয়ে দাঁড়িয়ে আছি কখন মৃত্যু আসবে । অন্য সব পশুকে কাটতে হলে ধরে বেঁধে জোর করে নিয়ে আসতে হয় । ভেড়াকে সেটা করতে হয় না । আমরা জানি বাড়াবাড়ি করলে আমরা মরব । তাও আমরা বাড়াবাড়িটা করব । ইন্ডাস্ট্রির নিজস্ব কোনও বক্তব্য নেই যে, কবে থেকে তারা শুটিং শুরু করবে, কী করবে না । সবটাই সরকারের হাতে । ফ্যাসিস্ট সরকার সিদ্ধান্ত নেয়, আউটডোর হবে কী হবে না । শুটিং কলকাতার ভিতরে তো হচ্ছেই অনেকদিন ধরে । আউটডোরও হচ্ছে কমবেশি । আমারও আছে নভেম্বরে আউটডোর । আমি যদি মনেও করি আউটডোর করা উচিত না, আমি বলতে পারব না সেটা । কেননা এটা আমার রুটি রুজি । সবথেকে বড় কথা হল, এই ব্যাপারে কেউই মুখ খুলবে না । আমি কেন একা মুখ খুলে ইন্ডাস্ট্রির কাছে খারাপ হব ?"

আরও পড়ুন: Puneeth Rajkumar: সিদ্ধার্থের পর অকালেই হার্ট অ্যাটাকে মৃত জনপ্রিয় কন্নড় অভিনেতা রাজকুমার

সামন্তক দ্যুতি মৈত্রর অভিভাবকের কথায়, "সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত 'মাস্টার অংশুমান'-এ অভিনয় করছে সামন্তক । নভেম্বরে দার্জিলিং-এ আউটডোর ছিল । আমার আপত্তি । এই পরিস্থিতিতে আমি চাই না ছেলের আউটডোর । তাই আউটডোর শুটিং ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়া হয়েছে । এর মধ্যে সামন্তকের ভ্যাকসিনটাও দিয়ে নেব ।"

অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় আবার মনে করেন, "শুটিং ইনডোর হোক বা আউটডোর, সবটাই অনেক মানুষের সঙ্গে একসঙ্গে করতে হয় আমাদের । তাই ইনডোর হলে আউটোডোর নয় কেন ? সে ক্ষেত্রে সাবধানতা, সামাজিক বিধি মেনে চলাটা আবশ্যক বলে আমার মনে হয় ।"

আরও পড়ুন: Sabyasachi's Mangalsutra Ad: এটা কি অন্তর্বাসের বিজ্ঞাপন ? সব্যসাচীর মঙ্গলসূত্রের প্রচারে রুষ্ট নেটিজেনরা

আউটোডোর শুটিংয়ের অনুমতি খাতায় কলমে আজ মিললেও শুটিং যে একেবারেই শহরের বাইরে হয়নি তেমনটাও নয় । কম বেশি তা ঝুঁকি নিয়েই করেছেন অনেকে । তবে এবার সেই কাজে পাকাপোক্ত অনুমতি মিলল সরকারি তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.