ETV Bharat / sitara

ময়ূরাক্ষীর পর ফের একসঙ্গে অতনু-প্রসেনজিত্, টিজ়ারে ঘোষণা নববর্ষে

author img

By

Published : Apr 16, 2021, 3:30 PM IST

Updated : Apr 17, 2021, 4:16 PM IST

নববর্ষে বাংলায় সিনেপ্রেমীদের জন্য সুখবর ৷ ফিরছে টিম ময়ূরাক্ষী ৷ একটি টিজ়ার প্রকাশ করেছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায় ৷ তাতেই বলা আছে, তিনি ও অতনু ঘোষ ফের একসঙ্গে বড় পর্দায় ফিরছেন ৷

atanu ghosh and prosenjit chatterjee's new film after mayurakshi
ময়ূরাক্ষীর পর ফের অতনু-প্রসেনজিত্, টিজ়ারে ঘোষণা নববর্ষে

কলকাতা, 16 এপ্রিল: দিন কয়েক আগেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ইঙ্গিতটা দিয়েছিলেন অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায় ৷ নববর্ষে বোমাটা ফাটালেন ৷ তিনি যা ঘোষণা করলেন, সেটা তাঁর ভক্তদের জন্য নতুন বছরের উপহার ৷ একটি টিজ়ার প্রকাশ করেছেন প্রসেনজিত্ ৷ সেটাই বলে দিচ্ছে যে, ফিরছে টিম ময়ূরাক্ষী ৷ আবারও যুগলে আসছেন অতনু ঘোষ ও বুম্বা দা ৷

দিনকয়েক আগে ইনস্টাগ্রামে প্রসেনজিত্ তাঁর ছোটবেলার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, "বলতে পারবেন কোন ছবির পর এই ছবিটি সংবাদপত্রে এসেছিল ? ভাগ্যবান বিজেতাদের জন্য নববর্ষের উপহার অপেক্ষা করছে ৷"

এরপর পয়লা বৈশাখে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি টিজ়ার প্রকাশ করেন বুম্বা দা ৷ সেখানেই ঘোষণা করা হয়েছে, "টিম ময়ূরাক্ষী খুব শিগগিরই নতুন উপহার আনছে ৷" টিজ়ারে লিখে দেওয়া হয়, ময়ূরাক্ষীর পর আবার একসাথে প্রসেনজিত্ চট্টোপাধ্যায় ও অতনু ঘোষ ৷

আরও পড়ুন: টানটান টিজ়ারে মন ছোঁয়া 'গোলন্দাজ' দেব

ময়ূরাক্ষীতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রসেনজিতের রসায়ন তুলে ধরেছিলেন অতনু ৷ উঠে এসেছিল এক বাবা ও তাঁর প্রবাসী ছেলের সম্পর্কের ধারাপাত ৷ পরবর্তী ছবিতেও সম্পর্কই গুরুত্ব পাবে কি না, তা এখনও স্পষ্ট করেননি পরিচালক ৷ তবে তাঁদের জন্য সিনেপ্রেমীরা যে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবেন, তাতে কোনও সন্দেহ নেই ৷

Last Updated : Apr 17, 2021, 4:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.