ETV Bharat / sitara

শেষ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভিডিয়ো বার্তা অমিতাভের

author img

By

Published : Nov 15, 2019, 6:21 PM IST

Updated : Nov 15, 2019, 9:04 PM IST

ভিডিয়োতে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন বিগ বি । বলেন, "কলকাতা আমার বাড়ির মতোই । সেখানেই প্রথম চাকরি করেছিলাম । এমনকী জয়ার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় কলকাতায় ।"

dgf

কলকাতা : কথা ছিল 25 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন অমিতাভ বচ্চন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথাও দিয়েছিলেন তিনি । কিন্তু, অসুস্থ থাকায় সেই কথা রাখতে পারেননি । এরপর নবান্নে চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন যে রাজ্য সরকারের কাছে একটি ভিডিয়ো বার্তা পাঠাবেন । সেই বার্তাটি পাঠিয়েছিলেন তিনি । আর উৎসবের শেষদিনে চালানো হল সেই ভিডিয়ো বার্তা ।

8 নভেম্বর শুরু হয়েছিল 25 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । আজ ছিল উৎসবের শেষ দিন । নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল সমাপ্তি অনুষ্ঠান । ছিলেন শাবানা আজ়মি, মাধবী মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক, গৌতম ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে শারীরিক অসুস্থতার জন্য উৎসবে অনুপস্থিত থাকলেও ভিডিয়ো বার্তা রেকর্ড করে পাঠিয়েছেন অমিতাভ ।

ভিডিয়োতে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন বিগ বি । বলেন, "কলকাতা আমার বাড়ির মতোই । সেখানেই প্রথম চাকরি করেছিলাম । এমনকী জয়ার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় কলকাতায় ।"

kiff closing ceremony
সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ

হলে গিয়ে সিনেমা দেখার চেয়ে ওয়েব সিরিজ় দেখতেই বেশি পছন্দ করে বর্তমান প্রজন্ম । ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তাদের কাছে বেশি পছন্দের । এ প্রসঙ্গে অমিতাভ বলেন, "নেটফ্লিক্স বা অ্যামাজ়নের মতো একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে ভারতে । কিন্তু, এরপরে কী হবে ? 'মুঘলে ই আজ়ম'-এর মতো ক্লাসিক ছবিগুলি কি ছোটো স্ক্রিনে ভালো লাগবে ? যার জন্য সেগুলি ব্লকবাস্টার হয়েছিল সেই মজা কি মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে পাওয়া যাবে ?" ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহিলাদের অবদান প্রসঙ্গেও বক্তব্য রাখেন তিনি ।

Intro:Body:Conclusion:
Last Updated : Nov 15, 2019, 9:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.