ETV Bharat / sitara

Amitabh Bachchan: অমিতাভের দেহরক্ষীর আয় 1.5 কোটি, বদলি করে তদন্ত শুরু

author img

By

Published : Aug 27, 2021, 12:47 PM IST

Amitabh Bachchan's police constable bodyguard Jitendra Shinde transferred for allegedly earning Rs 1.5 crore per year
অমিতাভের দেহরক্ষীর আয় 1.5 কোটি, বদলি করে শুরু তদন্ত

অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) দেহরক্ষীর (Bodyguard) বার্ষিক আয় 1.5 কোটি টাকা ৷ এই খবর প্রকাশ্যে আসার পরই বদলি করে দেওয়া হয় তাঁকে ৷ শুরু হয়েছে তদন্ত ৷

মুম্বই, 27 অগস্ট: বিভিন্ন কোম্পানির সিইও-র থেকেও বেশি রোজগার করেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) দেহরক্ষী (Bodyguard) জিতেন্দ্র শিণ্ডে (Jitendra Shinde)৷ তাঁর বার্ষিক আয় 1.5 কোটি টাকা ৷ এই খবর প্রকাশ্যে আসার পরই তাঁকে বদলি করা হয়েছে ৷ শুরু করা হয়েছে বিভাগীয় তদন্ত ৷

মুম্বই পুলিশের (Mumbai Police) কনস্টেবলকে অমিতাভ বচ্চনের দেহরক্ষী হিসেবে নিযুক্ত করা হয়েছিল ৷ বহু বছর ধরে তিনিই বিগ বির সুরক্ষার দায়িত্বে রয়েছেন ৷ তবে শিণ্ডের বার্ষিক আয় দেড় কোটি - এই খবর সম্প্রতি প্রকাশ্যে আসে ৷ এই অর্থ তিনি বলিউডের শাহেনশার থেকে উপার্জন করেছেন, নাকি অন্য কোনও উৎস থেকে তাঁর এই আয় ছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: KBC 13 : অমিতাভের শোয়ে 5 বদল, প্রথম সপ্তাহেই হটসিটে সৌরভ-সেহওয়াগ

যদিও জিতেন্দ্র শিণ্ডের দাবি, তাঁর স্ত্রী একটি নিরাপত্তা এজেন্সি চালান ৷ সূত্রের তরফে জানা গিয়েছে, সেই নিরাপত্তা সংস্থা অন্যান্য সেলিব্রিটি ও বিখ্যাত মানুষজনের নিরাপত্তার ব্যবস্থা করে থাকে ৷ শিণ্ডে জানিয়েছেন, তাঁর স্ত্রী নিজের নামেই সেই নিরাপত্তা সংস্থা চালান ৷

আরও পড়ুন: Mimi Congratulates Nusrat: নুসরতকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বোনুয়াকে অভিনন্দন মিমির

যদিও মুম্বই পুলিশের নিয়ম বলছে, একজন পুলিশকর্মী কখনওই কোনও জায়গায় পাঁচ বছরের বেশি কর্মরত থাকতে পারবেন না ৷ তাঁকে বদলি করাটাই দস্তুর ৷ তবে 2015 সাল থেকে অমিতাভ বচ্চনের নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন জিতেন্দ্র শিণ্ডে ৷ এক্স ক্যাটিগরির নিরাপত্তা পান বিগ বি ৷ তাঁর সঙ্গে সবসময় ছায়াসঙ্গীর মতো থাকেন দু'জন দেহরক্ষী ৷ অমিতাভ যেখানেই যেতেন, সেখানেই তাঁর পাশে পাশে দেখা যেত জিতেন্দ্রকে ৷ তবে তাঁর আয় নিয়ে প্রশ্ন ওঠার পরই দক্ষিণ মুম্বইয়ে বদলি করা হয়েছে এই কনস্টেবলকে ৷ এই নিয়ে অমিতাভ বচ্চনের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: Sreelekha Mitra: কুকুরের মৃত্যুতে শশাঙ্ককে মারধর, অভিযোগ দায়ের শ্রীলেখার সংস্থার বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.