ETV Bharat / sitara

দিওয়ালিতে ভারতীয়দের উপহার দিলেন এই অ্যামেরিকান গায়িকা

author img

By

Published : Nov 12, 2020, 6:30 PM IST

সামনেই দিওয়ালি । আর সেই সময় বেশিরভাগ ভারতীয়র বাড়িতেই এই স্তবটি শুনতে পাওয়া যায় । এছাড়া দেশ-বিদেশ সব জায়গাতেই ছড়িয়ে রয়েছেন ভারতীয়রা । তাঁদের মধ্যে অনেকেই মেরির অনুরাগী । আর দিওয়ালিতে অনুরাগীদের কোনও উপহার দেবেন না এটা কখনও হয় ! তাই নিজের অনভ্যস্ত গলায় আবেগের সঙ্গে 'ওম জয় জগদীশ' গেয়ে অনুরাগীদের উপহার দিলেন তিনি ।

asd
asd

ওয়াশিংটন : পরনে ঘাগড়া চোলি, তার সঙ্গে ভারী গয়না । মেকআপও বেশ চড়া বললেই চলে । এক ঝলক দেখে কোনও ভারতীয় মহিলা বলেই মনে হবে তাঁকে । আদতে ভারতের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই । কিন্তু, তাহলে কি হবে দিওয়ালি উপলক্ষ্যে অনভ্যস্ত গলায় ভারতীয় অনুরাগীদের জন্য 'ওম জয় জগদীশ হরে' স্তবটি গাইলেন অ্যামেরিকান গায়িকা মেরি মিলবেন ।

সামনেই দিওয়ালি । আর সেই সময় বেশিরভাগ ভারতীয়র বাড়িতেই এই স্তবটি শুনতে পাওয়া যায় । এছাড়া দেশ-বিদেশ সব জায়গাতেই ছড়িয়ে রয়েছেন ভারতীয়রা । তাঁদের মধ্যে অনেকেই মেরির অনুরাগী । আর দিওয়ালিতে সেই অনুরাগীদের কোনও উপহার দেবেন না এটা কখনও হয় ! তাই নিজের অনভ্যস্ত গলায় আবেগের সঙ্গে 'ওম জয় জগদীশ হরে' গেয়ে অনুরাগীদের উপহার দিলেন তিনি ।

আজ সকালে এই গানের ভিডিয়ো টুইটারে পোস্ট করেন মেরি । সেখানে তিনি লেখেন, "একটা অসাধারণ হিন্দি স্তব 'ওম জয় জগদীশ হরে'। সাধারণত দিওয়ালির সময় গোটা বিশ্বে থাকা ভারতীয়দের এটি গাইতে দেখা যায় । এই স্তবটা শুনে ভারতীয় সংস্কৃতির সঙ্গে একটা যোগাযোগ পাই । আমার আত্মাকে ছুঁয়ে যায় এই স্তব ।" আর সেই কারণেই এই স্তব গেয়ে অনুরাগীদের উপহার দিয়েছেন তিনি ।

  • #Diwali2020! 'Om Jai Jagdish Hare', a beautiful Hindi hymn commonly sung during #Diwali and in Indian households worldwide, is a song of worship and celebration. This hymn continues to move me, touch my spirit, and stir my passion for Indian culture."https://t.co/D5ot8xv3Yz

    — Mary Millben (@MaryMillben) November 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মেরির এই গানের সুর দিয়েছেন কানাডিয়ান স্ক্রিন অ্যাওয়ার্ড ও গ্র্যামি মনোনয়ন প্রাপ্ত কম্পোজ়ার ডেরিল বেনেট । সেডোনার চ্যাপেল অফ দা হলি ক্রসে এই গানের শুট করেছেন মেরি । চলতি বছরের স্বাধীনতা দিবসে ভারতের জাতীয় সংগীত গাইতে দেখা গিয়েছিল তাঁকে । এরপরই ভারতীয়দের সঙ্গে তাঁর পরিচয় হয় ।

ভারতীয় সংস্কৃতি সম্পর্কে মেরি বলেন, "হিন্দি ভাষা শেখা ও জানার পর আমার ভারতীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে । ভারতের সংস্কৃতি, সিনেমা ও গান আমার খুবই ভালো লাগে । কয়েক মাস ধরে 'ওম জয় জগদীশ হরে'-র অনুশীলন করেছি । তারপর এই ভিডিয়ো শুট করেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.