ETV Bharat / sitara

Nirav Modi : নীরব মোদিকে নিয়ে তৈরি হবে সিরিজ, ঘোষণা প্রযোজনা সংস্থার

author img

By

Published : Sep 17, 2021, 6:49 PM IST

নীরব মোদিকে নিয়ে সিরিজ ৷ তৈরি করছে অ্যাবানডানশিয়া এন্টারটেইনমেন্ট ৷ সাংবাদিক পবন সি লালের লেখা ‘ফ্লড : দ্য রাইস অ্যান্ড ফল অফ ইন্ডিয়া’স ডায়মন্ড মুগল নীরব মোদি’- অবলম্বনে তৈরি করা হবে এই সিরিজ ৷

Abundantia Entertainment developing series on Nirav Modi
Nirav Modi : নীরব মোদিকে নিয়ে তৈরি হবে সিরিজ, ঘোষণা প্রযোজনা সংস্থার

মুম্বই, 17 সেপ্টেম্বর : পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদিকে (Nirav Modi) নিয়ে সিরিজ তৈরি করছে অ্যাবানডানশিয়া এন্টারটেইনমেন্ট (Abundantia Entertainment) ৷ শুক্রবার সংস্থার তরফে তাদের এই পরিকল্পনার কথা ঘোষণা করা হয় ৷ তাদের ব্যানারেই তৈরি হয়েছিল শেরনি, শকুন্তলা দেবী, টয়লেট- এক প্রেম কথা এবং এয়ারলিফ্ট ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই ‘ফ্লড : দ্য রাইস অ্যান্ড ফল অফ ইন্ডিয়া’স ডায়মন্ড মুগল নীরব মোদি’ (Flawed: The Rise and Fall of India's Diamond Mogul Nirav Modi) বইটির সত্ত্ব কিনে নিয়েছে এই সংস্থা ৷ এই বইয়ের উপর ভিত্তি করেই নীরব মোদিকে নিয়ে সিরিজ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি সিজন বা পর্বে ভাগ করে তৈরি হবে এই সিরিজ ৷

আরও পড়ুন : Jaya Ahsan: নকশাল আন্দোলন নিয়ে ছবি, নওয়াজকে সঙ্গী করে এবার বলিউডে পা জয়ার

ফ্লড-এর লেখক পবন সি লাল (Pavan C Lall) পেশায় সাংবাদিক ৷ তদন্তমূলক সাংবাদিকতার পাশাপাশি লেখারও অভ্যাস রয়েছে তাঁর ৷ নীরব মোদির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ, একাধিক সাক্ষাৎকার ছাড়াও তাঁকে নিয়ে ভালমতো গবেষণাও করেছেন পবন ৷ তারপরই হাত দিয়েছেন বই লেখার কাজে ৷ অ্যাবানডানশিয়া এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিজ তৈরিতেও তাদের পাশে থাকবেন পবন ৷ ইতিমধ্যেই এই সিরিজের স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়েছে ৷ সেখানে পরামর্শদাতা হিসাবে থাকছেন তিনি ৷

পবন জানিয়েছেন, অ্যাবানডানশিয়া এন্টারটেইনমেন্টের এই উদ্যোগ্য়ে তিনি উচ্ছ্বসিত ৷ তাঁর লেখা বই পর্দায় দেখতে কেমন লাগবে, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি ৷ এই প্রসঙ্গে পবন বলেন, ‘‘বইয়ের পাতার সংবেদনশীলতা রুপোলি পর্দায় ফুটিয়ে তোলা সহজ নয় ৷ কিন্তু অ্যাবানডানশিয়া এন্টারটেইনমেন্টের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে ৷ আমার বিশ্বাস, ওঁরা এই লেখাকে যথাযথ মর্যাদা দেবেন এবং যথার্থভাবেই ফ্লডকে পর্দায় উপস্থাপিত করবে ৷’’ তাঁর একটি বিবৃতিতে পবন বলেছেন, ‘‘ফ্লড-এর মাধ্যমে আমি এক অসামান্য উদ্যোগপতির গল্প সকলের সামনে তুলে ধরতে চেয়েছি ৷ তাঁর অভাবনীয় উত্থান এবং অনুরূপ পতন একটা গোটা ক্ষেত্রের ভিত নড়বড়ে করে দিয়েছিল ৷’’

আরও পড়ুন : Golondaaj Trailer: পুজোয় খেলবে গোলন্দাজ, ট্রেলারে নজরকাড়া দেব

প্রসঙ্গত, পিএনবি দুর্নীতি (Punjab National Bank Scam) প্রকাশ্যে আসার আগেই দেশ ছেড়ে চম্পট দেন নীরব মোদি ৷ এখন তিনি বন্দি ব্রিটেনের কারাগারে ৷ তাঁর বিরুদ্ধে মামলাও চলছে ৷ ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় নাম রয়েছে নীরব মোদির ৷ তাঁর বিরুদ্ধে প্রায় 200 কোটি মার্কিন ডলারের আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.