ETV Bharat / sitara

'কাহানি 2' দেখে খারাপ লাগতে পারে অঙ্গদের, বললেন পরিচালক সুজয়

author img

By

Published : May 27, 2020, 8:31 PM IST

2016 সালের ছবি 'কাহানি 2' নতুন করে OTT প্ল্যাটফর্ম জ়ি ফাইভে মুক্তি পেয়েছে । ইচ্ছে হলে ছবিটি দেখার জন্য অনুরোধ করলেন পরিচালক সুজয় ঘোষ । তবে অঙ্গদ বেদির খুব একটা ভালো লাগবে না ছবিটা, বললেন সুজয় । কেন এমন ধারণা হল সুজয়ের ?

Sujoy ghosh on kahaani 2
Sujoy ghosh on kahaani 2

মুম্বই : 2012 সালে মুক্তিপ্রাপ্ত 'কাহানি' সাড়া ফেলে দেয় দেশজুড়ে । সুজয় আর বিদ্যার যুগলবন্দী খুব পছন্দ করেন দর্শক । আর 2016 সালে সুজয় উপহার দেন 'কাহানি 2' । তবে এই ছবি আগের ছবির সিকুয়েল নয় । সম্পূর্ণ আলাদা গল্পে আলাদা চরিত্রদের নিয়ে তৈরি 'কাহানি 2' ।

শিশুদের উপর যৌন অত্যাচারের বিরুদ্ধে কথা বলে ছবিটি । গর্ভে ধারণ না করলেও যে মা হওয়া যায় সেই বার্তাও রয়েছে ছবিতে । জায়গায় জায়গায় বেশ কিছু নৃশংস দৃশ্যও রেখেছেন সুজয় ।

জ়ি ফাইভে 'কাহানি 2' আসার পর সুজয় টুইটারে পোস্ট করেন যে, "মনে হচ্ছে যে, জ়ি ফাইভ আজ 'কাহানি 2' দেখাচ্ছে । যদি ইচ্ছে হয় তো দেখে নেবেন ।"

সুজয়ের এই পোস্টের পর অঙ্গদ লিখেছেন, "ইচ্ছে হচ্ছে দাদা.." অঙ্গদের এই পোস্টের উত্তর দিয়ে পরিচালক লিখেছেন, "দেখে নে । তবে তুই নতুন বাবা হয়েছিস । হয়তো একটু ডিস্টার্বিং লাগবে ছবিটা তোর জন্য ।"

দেখে নিন সুজয়ের টুইট...

  • i have a feeling zee5 is showing kahaani 2 today. so agar iccha hua toh dekh lena...

    — sujoy ghosh (@sujoy_g) May 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.