ETV Bharat / sitara

কবে মুক্তি পাচ্ছে 'পাঠান' ? নিশ্চিত খবর জানুন

author img

By

Published : Feb 21, 2021, 2:26 PM IST

'পাঠান'-এর মুক্তি নিয়ে দর্শকের কৌতুহলের শেষ নেই । একে এতদিন পর কিং খান শাহরুখকে পরদায় দেখা, তার উপর আবার দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম । কিন্তু, কবে রিলিজ় হবে এই বিগ বাজেট ছবি ? জানা গেল নিশ্চিত খবর ।

Shah Rukh khan film pathan release
Shah Rukh khan film pathan release

মুম্বই : 2020 কেটেছে কোরোনার অন্ধকারে । তাই 2021-এ একের পর এক হিন্দি ছবি মুক্তি পাচ্ছে সিনেমাহলে । দর্শককে হলমুখী করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্মাতারা । 'পাঠান'-ও কি তাহলে এই বছরেই মুক্তি পাবে ? আশায় ছিলেন অনুরাগীরা ।

তবে ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ জানালেন আসল খবরটি । 2022 সালের আগে 'পাঠান' মুক্তির কোনও সম্ভাবনা নেই । দেখে নিন তরণের টুইট...

গত বছর থেকেই 'পাঠান'-এর শুটিং শুরু করেছেন শাহরুখ । অনেকদিন পর তাঁকে এমন হার্ডকোর অ্যাকশন ছবিতে দেখা যাবে । ঝলমলে দুবাইতে দুরন্ত অ্যাকশনের শুটিং চলছে ।

এদিকে দীপিকার সঙ্গে শাহরুখের প্রতিটি ছবিই ব্লকবাস্টার । 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস', 'হ্যাপি নিউ ইয়ার'-এর পর এবার 'পাঠান' । সব মিলিয়ে এই ছবির সুপারহিট হওয়া কে আটকায় !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.