ETV Bharat / sitara

"শাহরুখকে আর এইসব স্টান্ট করতে হবে না", কেন বলল মুম্বই পুলিশ ?

author img

By

Published : Apr 12, 2020, 4:37 PM IST

'ম্যাঁ হুঁ না' ফিল্মের একটি দৃশ্য নিজেদের টুইটার ওয়ালে ব্যবহার করল মুম্বই পুলিশ । বলল, "শাহরুখের আর এইসব স্টান্ট করার দরকার নেই" । কিন্তু, কেন শাহরুখের উপর নজর পড়ল পুলিশের ?

shah rukh khan and mumbai police
shah rukh khan and mumbai police

মুম্বই : 'ম্যাঁ হুঁ না' ফিল্মের একটি দৃশ্য মনে আছে ? যেখানে সতীশ শাহের মুখ থেকে ছিটকে আসা থুতু থেকে বাঁচতে শাহরুখকে নিজের শরীর স্প্রিংয়ের মতো বাঁকিয়ে ফেলতে হয়েছিল । মাস্ক পরা নিয়ে সচেতনতা বাড়াতে সেই ক্লিপিংটিকেই ব্যবহার করল মুম্বই পুলিশ । কীভাবে ?

ভিডিয়োটি মুম্বই পুলিশের টুইটার ওয়ালে শেয়ার করে ক্যাপশনে লেখা হল, "শাহরুখকে আর এইসব স্টান্ট করতে হবে না - মাস্ক হ্য়াঁ না !" মজার ছলে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিল পুলিশ প্রশাসন । মাস্ক থাকলে থুতু ছিটকে আসার কোনও ভয়ই নেই, তাই স্টান্টবাজির কোনও প্রয়োজনও নেই ।

এই সমস্ত মজার পোস্ট করার জন্য মুম্বই পুলিশের বেশ বড়সড় একটি ফ্য়ানবেস আছে । আর এই ক্রাইসিসের সময় তাদের সমস্ত পোস্টই কোনও না কোনও সতর্কবার্তা পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষের কাছে । তবে তার মধ্যেও একটা বুদ্ধিদীপ্ত প্রয়োগ রয়েছে । যাতে মানুষের মনে ধাক্কা দিতে পারে সহজেই ।

কয়েকদিন আগে আরও একটি মজার পোস্ট করা হয় মুম্বই পুলিশের অফিশিয়াল পেজে । 'স্ত্রী' ফিল্মের সেই বিখ্যাত সংলাপ 'ও স্ত্রী, কাল আনা..' মনে আছে নিশ্চয়ই । সেই সংলাপকে বর্তমান পরিস্থিতি অনুয়ায়ী বদলে দিল মুম্বই পুলিশ, লিখল, "ও কোরোনা, কভি মত আনা" ।

দেখে নিন..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.