ETV Bharat / sitara

Shahrukh Khan: আরিয়ান কাণ্ডের জের, শাহরুখের বিজ্ঞাপন বন্ধ করল অনলাইন এডুকেশন অ্যাপ

author img

By

Published : Oct 9, 2021, 4:53 PM IST

Shahrukh Khan
আরিয়ান কান্ডের জের, শাহরুখের কমার্শিয়াল বন্ধ করল অনলাইন এডুকেশন অ্যাপ

অভিনয় জীবনে এই ঘটনা প্রভাব না ফেললেও বাদশার ব্র্যান্ড এনডোর্সমেন্টে প্রভাব ফেলতে পারে এই ঘটনা ৷ প্রথমসারির এক অনলাইন এডুকেশন অ্যাপের সঙ্গে দীর্ঘ চার বছর ধরে যুক্ত শাহরুখ ৷ সেই অনলাইন এডুকেশন অ্যাপের ব্র্যান্ড অ্য়াম্বাসেডর হিসেবে বহুদিন যাবৎ কচি-কাচাদের আরও কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি ৷

মুম্বই, 9 অক্টোবর: প্রমোদতরীর রেভ পার্টিতে মাদকচক্রে জড়িত থাকার অভিযোগ ৷ মুম্বই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয়ে শাহরুখ পুত্র আরিয়ান খান আপাতত এনসিবি হেফাজতে ৷ শুক্রবার মুম্বই আদালতে খারিজ হয়ে গিয়েছে তাঁর জামিনের আবেদন ৷ আর্থার রোড জেলই এখন অস্থায়ী ঠিকানা আরিয়ানের ৷

সঙ্গত কারণেই ভাল নেই বলিউডের গ্লোবাল সুপারস্টার শাহরুখ খান ৷ আরিয়ানের চিন্তায় ঘুম উড়েছে তাঁর ৷ অনির্দিষ্টকালের জন্য ছবির শ্যুটিং বন্ধ করেছেন কিং খান ৷ সূত্রের খবর, তারকার বডি-ডাবল আপাতত সামাল দিচ্ছেন সবকিছু ৷ সংকটের মুহূর্তে সহকর্মী এবং অসংখ্য অনুরাগীদের পাশে থাতার বার্তা কিছুটা শক্তি জোগাচ্ছে শাহরুখকে ৷ এরই মধ্যে ফের খারাপ খবর এসআরকে'র জন্য ৷

অভিনয় জীবনে ঘটনাটি প্রভাব না ফেললেও বাদশার ব্র্যান্ড এনডোর্সমেন্টে প্রভাব ফেলতে পারে এই ঘটনা ৷ প্রথমসারির এক অনলাইন এডুকেশন অ্যাপের সঙ্গে দীর্ঘ চার বছর ধরে যুক্ত শাহরুখ ৷ সেই অনলাইন এডুকেশন অ্যাপের ব্র্যান্ড অ্য়াম্বাসেডর হিসেবে বহুদিন যাবৎ কচি-কাচাদের আরও কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি ৷ আরিয়ান কান্ডের জেরে শাহরুখ অভিনীত তাদের সমস্ত টেলিভিশন বিজ্ঞাপন সাময়িক বন্ধ করল ওই এডুকেশন অ্যাপ সংস্থাটি ৷

এক সংবাদসংস্থার খবর অনুযায়ী, শনিবার থেকেই সংস্থাটি শাহরুখ অভিনীত তাদের সমস্ত টেলিভিশন বিজ্ঞাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রতিক্রিয়ার জেরেই সংস্থাটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: মিলল না জামিন, আপাতত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানের

শুক্রবার দীর্ঘ শুনানির পর মাদক মামলায় আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে মুম্বইয়ের আদালত ৷ খারিজ হয়ে গিয়েছে আরিয়ানের দুই সঙ্গী আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদনও ৷ তিন জনকেই জামিনের জন্য নগর দায়রা আদালতে আবেদন করতে বলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.