ETV Bharat / sitara

"একজনের মধ্যেই আমি পাঁচজনকে পেয়েছি", অঙ্গদের উদ্দেশে বললেন নেহা

author img

By

Published : May 10, 2020, 8:01 PM IST

মাতৃদিবসে নিজের মাতৃত্ব ছাড়াও আরও একটি বিষয় সেলিব্রেট করছেন নেহা ধুপিয়া । আজ তাঁর দ্বিতীয় বিবাহবার্ষিকী । স্বামী অঙ্গদ বেদিকে আবেগপ্রবণ পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানালেন নেহা ।

angad bedi wedding anniversary with neha dhupia
angad bedi wedding anniversary with neha dhupia

মুম্বই : দেখতে দেখতে দু'বছর কেটে গেল নেহা-অঙ্গদের বিয়ের । 2018 সালের 10 মে গুরুদ্বারে আনন্দ করাজ অনুষ্ঠানের মাধ্য়মে খুব কাছের মানুষজনের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা দু'জন । দ্বিতীয় বিবাহবার্ষিকীতে অঙ্গদকে কী বললেন নেহা ?

নিজেদের কয়েকটি সুন্দর ছবি শেয়ার করে নেহা লিখেছেন অঙ্গদের ব্যাপারে কী ভাবেন তিনি । লিখেছেন, "অঙ্গদ 1. আমার জীবনের প্রেম 2. আমার সাপোর্ট সিস্টেম 3. এক দারুণ বাবা 4. আমার বেস্ট ফ্রেন্ড 5. প্রচণ্ড বিরক্তিকর রুমমেট ।"

একজনের মধ্যেই যেন অনেককে খুঁজে পেয়েছেন নেহা । বললেন, "একজনের মধ্যেই যেন আমি পাঁচজন বয়ফ্রেন্ডকে খুঁজে পেয়েছি । এটা আমার চয়েজ়" দেখে নিন নেহার পোস্ট..

  • Happy anniversary my love ... to two years of togetherness 💕... "Angad is like 1. The love of my life 2. a suport system 3. a great father,4. My best friend and 5. The most annoying roommate ever. It's like I have 5 bfs in one...it's my choice." #thosewhoknowknow @Imangadbedi pic.twitter.com/dmlZFW0IZ0

    — Neha Dhupia (@NehaDhupia) May 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে একইদিনে মাতৃদিবস আর বিবাহবার্ষিকী পড়ায় খুশি নন নেহা । এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে তিনি বলেন যে, দু'টো আলাদা দিন হলে এক সপ্তাহ ধরে তিনি সেলিব্রেট করতে পারতেন । পেতেন দ্বিগুণ সারপ্রাইজ় । আক্ষেপ একটা রয়েই গেছে অভিনেত্রীর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.