ETV Bharat / sitara

ওমাঙ্গ কুমারের পরবর্তী ছবির ঘোষণা করলেন মেরি কম

author img

By

Published : Nov 26, 2020, 8:43 AM IST

টুইটারে 'জনহিত মে জারি'-র পোস্টার শেয়ার করেন মেরি কম । আর তার ক্যাপশনে লেখেন, "এক ওম্যানিয়া সব পে ভারী...ইয়ে সোচনা হ্যায় #জনহিতমেজারি ! আমি এই ছবির জন্য মুখিয়ে রয়েছি, ছবির ভাবনাটা অসাধারণ ।"

sdf
sdf

মুম্বই : পরিচালক ওমাঙ্গ কুমারের পরবর্তী ছবি 'জনহিত মে জারি'। গতকাল টুইট করে এই ছবির কথা ঘোষণা করেন বক্সার মেরি কম । প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার ।

হিন্দি ও ইংরেজি ভাষায় পোস্টারটি প্রকাশ করা হয়েছে । সেখানে এক মহিলাকে হাতে মেগাফোন ধরে থাকতে দেখা গিয়েছে । যদিও মহিলার মুখ দেখা যায়নি । আর পোস্টারের ব্যাকগ্রাউন্ডে তুলে ধরা হয়েছে ভারতের ম্যাপ । যা অসংখ্য মানুষের অবয়ব দিয়ে তৈরি করা হয়েছে ।

টুইটারে এই পোস্টার শেয়ার করেন মেরি কম । আর তার ক্যাপশনে লেখেন, "এক ওম্যানিয়া সব পে ভারী...ইয়ে সোচনা হ্যায় #জনহিতমেজারি ! আমি এই ছবির জন্য মুখিয়ে রয়েছি, ছবির ভাবনাটা অসাধারণ ।"

আর এই ছবির কথা ঘোষণা করার জন্য মেরি কমকে ধন্যবাদ জানান পরিচালক । লেখেন, "অনেক ধন্যবাদ মেরি"। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে নুসরত ভারুচা ও পাভেল গুলাটিকে । বিনোদনের পাশাপাশি সামাজিক বার্তা দেবে এই ছবি ।

2021 সালের মার্চে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে । আর সব ঠিক থাকলে আগামী বছরেই মুক্তি পাবে ছবিটি ।

এর আগে ওমাঙ্গ কুমারের পরিচালনায় মুক্তি পেয়েছিল মেরি কমের বায়োপিক । সেখানে মেরির চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । 2014 সালে মুক্তি পেয়েছিল ওই ছবি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.