ETV Bharat / sitara

মহারাষ্ট্র সরকারের রূপ দেখার পর হৃতিককেও ভালো মানুষ মনে হচ্ছে কঙ্গনার !

author img

By

Published : Nov 28, 2020, 11:02 AM IST

এই কয়েক মাসে মহারাষ্ট্র সরকারের থেকে যে অপমান, আক্রমণ সহ্য করেছেন যে, এখন হৃতিক রোশনকেও ভালো মানুষ মনে হচ্ছে কঙ্গনা রানাওয়াতের । সোশাল মিডিয়ায় এমনটাই লিখলেন অভিনেত্রী ।

kangana ranaut on Maharashtra Government
kangana ranaut on Maharashtra Government

মুম্বই : মহারাষ্ট্র সরকারের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের সম্পর্ক যেন দিনে দিনে আরও তিক্ত হচ্ছে । এই কয়েকমাস ধরে এত অপমান, এত আক্রমণ সহ্য করে আজ ক্লান্ত কঙ্গনা । মহারাষ্ট্র সরকারের রূপ দেখে আজ হৃতিক রোশনকেও ভালো মানুষ মনে হচ্ছে তাঁর ।

হ্যাঁ, সোশাল মিডিয়ায় এমনটাই লিখেছেন কঙ্গনা । মহারাষ্ট্র সরকারের নগ্নতা দেখে শুধু হৃতিক নয়, পুরো বলিউড মাফিয়া গ্যাং ও আদিত্য পাঞ্চোলির মতো প্রতিদ্বন্দ্বীকেও সহৃদয় মনে হচ্ছে অভিনেত্রীর ।

সম্প্রতি মুম্বইয়ের মেয়র কিশোরি পেদনেকর কঙ্গনাকে 'দু'টাকার নটী' বলে আক্রমণ করেছেন । সেই ভিডিয়োটি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "এই কয়েকমাসে আমার বিরুদ্ধে যতগুলো কেস হয়েছে, যে অপমান, আক্রমণ সহ্য করতে হয়েছে, যত খারাপ নামে অভিহিত করা হয়েছে আমায়, তারপর তো বলিউড মাফিয়া, আদিত্য পাঞ্চোলি বা হৃতিক রোশনের মতো মানুষকেও ভালো মনে হচ্ছে ।"

কঙ্গনাকে নিয়ে মহারাষ্ট্র সরকারের এত কীসের সমস্যা বুঝে উঠতে পারছেন না তিনি । দেখে নিন তাঁর সোশাল মিডিয়া পোস্ট...

  • The amount of legal cases, abuses, insults, name calling I faced from Maharashtra government in these few months make Bollywood mafia and people like Aaditya Pancholi and Hrithik Roshan seem like kind souls ....
    I wonder what is it about me that rattle people so much 🙂 https://t.co/by2VKQauZt

    — Kangana Ranaut (@KanganaTeam) November 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.