ETV Bharat / sitara

নিসর্গর দাপটে ক্ষতিগ্রস্ত সলমানের ফার্মহাউজ়

author img

By

Published : Jun 5, 2020, 8:13 PM IST

3 জুন ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়েছিল মহারাষ্ট্রের উপকূলবর্তী জেলা রায়গড়ের আলিবাগে । ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয় সলমানের ফার্মহাউজ়ের বেশ কিছু গাছ । আর সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন ইউলিয়া ভান্তুর ।

sdf
sdf

মুম্বই : কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ ও ওড়িশাকে তছনছ করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় আমফান ৷ এরপর 3 জুন ফের এক শক্তিশালী সাইক্লোন আছড়ে পড়ে ৷ ওই দিন দুপুর সাড়ে বারোটা নাগাদ মহারাষ্ট্রের উপকূলবর্তী জেলা রায়গড়ের আলিবাগে আছড়ে পড়ে নিসর্গ । প্রায় আড়াইটে পর্যন্ত চলে ঝড়ের দাপট । বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় 120 কিমি । এর জেরে দু'জনের মৃত্যু হয়েছে । উপরে পড়ে বেশ কয়েকটি গাছ । এদিকে ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয় সলমান খানের পানভেল ফার্মহাউজ়ও ।

লকডাউনের মধ্যে পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে পানভেল ফার্মহাউজ়ে ছিলেন সলমান । সেখানে রয়েছেন ইউলিয়া ভান্তুর ও জ্যাকলিন ফার্নানন্ডেজ়ও । এখনও সেখানেই রয়েছেন তাঁরা । 3 জুন ঘূর্ণিঝড় নিসর্গর দাপটে ক্ষতিগ্রস্ত হয় তাঁর ফার্মহাউজ় । উপরে পড়ে বেশ কয়েকটি গাছ । ভেঙে পড়ে কোনও গাছের মাথাও । আর সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন ইউলিয়া ।

dfg
ইউলিয়ার পোস্ট

ইনস্টাগ্রাম স্টোরিতে ঝড়-বৃষ্টির কয়েকটি ভিডিয়ো পোস্ট করেন তিনি । যেখানে ফার্মহাউজ়ের মধ্যে সাদা হয়ে বৃষ্টি পড়তে দেখা গিয়েছে ।

ইউলিয়ার পোস্ট

এছাড়া নিসর্গ পরবর্তী ছবিও ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে ধরেন তিনি । তাঁর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে ফার্মহাউজ়ের রাস্তার মধ্যে পড়ে রয়েছে গাছ । যেখানে সেখানে পড়ে রয়েছে গাছ । আবার ভেঙে পড়েছে কোনও গাছের মাথাও ।

df
ইউলিয়ার পোস্ট

লকডাউনের আগেই পরিবার ও কয়েকজন বন্ধুকে নিয়ে ফার্মহাউজ়ে গিয়েছিলেন সলমান । এখনও সেখানেই রয়েছেন তাঁরা । আর লকডাউনের মধ্যে সেখানেই মাত্র গুটি কয়েক সদস্যকে নিয়ে তিনটি মিউজ়িক ভিডিয়ো তৈরি করেন তিনি । 'পেয়ার করোনা', 'তেরে বিনা' ও 'ভাই ভাই'। লকডাউনের মধ্যেই মুক্তি পায় এগুলি ।

কাজের দিক থেকে 'রাধে' নিয়ে ব্যস্ত সলমান । এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে দিশা পাটানি, জ্যাকি শ্রফ ও রণদীপ হুডার মতো তারকারা । ছবির ক্লাইম্যাক্স শুটের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভাইজান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.