ETV Bharat / sitara

এই ছবি ছাড়তে বাধ্য হয়েছিলেন ইরফান

author img

By

Published : Dec 1, 2020, 9:27 PM IST

Updated : Dec 3, 2020, 10:27 AM IST

বার বার শুটিংয়ের তারিখ পিছিয়ে যাচ্ছিল । তাই 'কাহানি 2' করতে পারেননি ইরফান খান । পুলিশ ইন্সপেক্টরের যে চরিত্রে অর্জুন রামপাল অভিনয় করেছিলেন, সেখানে অভিনয় করার কথা ছিল ইরফানের ।

Irrfan khan with Vidya Balan
Irrfan khan with Vidya Balan

মুম্বই : সুজয় ঘোষ পরিচালিত 'কাহানি 2' অনেকেই দেখেছেন । মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান ও অর্জুন রামপাল । এই ছবির জন্য অর্জুন প্রশংসাও কুড়িয়েছিলেন । তবে জানেন কি পরিচালকের প্রথম পছন্দ ছিলেন ইরফান খান ? ইরফানের সঙ্গে অনেকদূর অবধি কথা এগিয়ে গেছিল সুজয়ের ।

আসলে নানা কারণে 'কাহানি 2'-এর শুটিং পিছিয়ে যাচ্ছিল । প্রথমে ছবিটি ছেড়ে যান বিদ্যা বালান । তখন 'কাহানি 2' যায় কঙ্গনা রানাওয়াতের ঝুলিতে । তিনিও কিছুদিন পর ছবিটি ছেড়ে দেন । তখন সুজয় অন্য অভিনেত্রী খুঁজতে শুরু করেন । শোনা যায়, সেই সময় দীপিকা পাড়ুকোনকেও অফার দিয়েছিলেন তিনি ।

এইসব তালেগোলে শুটিংয়ের তারিখ পিছিয়ে যাচ্ছিল বারবার । ইরফান তাই ছবিটি ছেড়ে দিতে বাধ্য হন । তাঁর অন্য কমিটমেন্ট ছিল । তবে শেষমেশ সেই বিদ্যাই করেন ছবিটি । চন্দননগরে শুটিং হয় 'কাহানি 2'-র । বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও তাঁর অভিনয় নজর কাড়ে দর্শক-সমালোচকদের ।

Irrfan khan with Vidya Balan
'কাহানি 2'-তে অর্জুন

যদি ইরফান করতেন 'কাহানি 2' ? তাহলে কেমন হত ব্যাপারটা ? সিরিয়াস একগুঁয়ে পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে ইরফান যে বাজিমাত করতেন তা বলার অপেক্ষা রাখে না । তাই আক্ষেপ রয়েই গেল অনুরাগীদের ।

Last Updated : Dec 3, 2020, 10:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.