ETV Bharat / sitara

চিনতে পারছেন এই অভিনেত্রীকে ?

author img

By

Published : Jan 16, 2021, 8:10 PM IST

ফিল্টারের ব্যবহারে মানুষ কী থেকে কী হতে পারে ! বলুন তো উপরের ছবিটি কোন বিখ্যাত অভিনেত্রীর ?

deepika padukone ghost
deepika padukone ghost

মুম্বই : দিনেদুপুরে ভয় পাইয়ে দিলেন দীপিকা পাড়ুকোন । অদ্ভুত ফিল্টার ব্যবহার করে যেন ভুত দর্শন করালেন অভিনেত্রী ।

হ্যাঁ, ইনস্টাগ্রামে এমনই একটা ভুতুড়ে দর্শন ছবি শেয়ার করেছেন দীপিকা । ক্যাপশনে লিখেছেন, 'বু' । ছোটোবেলায় ধরাধরি খেলতে গিয়ে ঠিক যেভাবে 'বু' বলে বিরোধী দলকে চমকে দেওয়া হত, দীপিকা সেটাই করেছেন তাঁর অনুরাগীদের সঙ্গে ।

দীপিকার এই মজার পোস্টে লক্ষ লক্ষ লাইক পড়তে শুরু করে দিয়েছে । রণবীর সিংয়ের সঙ্গে থাকতে থাকতে দীপিকার স্বভাবও বেশ মজাদার হয়ে উঠছে...মন্তব্য নেটিজেনদের ।

আরও পড়ুন : আমায় আজও ইন্ডাস্ট্রির সেরা অভিনেত্রী বলা হয় : ঋতুপর্ণা

তবে দীপিকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলে একটা ব্যাপারে চোখ আটকাবে । 2021 আগের সমস্ত পোস্ট বাতিল করা হয়েছে তাঁর ইনস্টাগ্রাম থেকে । এটা কি কোনও পি.আর. স্ট্র্যাটেজি ? এখনও জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.