ETV Bharat / sitara

সুশান্তের বাড়িতে CBI

author img

By

Published : Aug 22, 2020, 3:46 PM IST

Updated : Aug 22, 2020, 4:07 PM IST

সুশান্ত সিং রাজপুতের বান্দ্রার ফ্ল্যাটে পৌঁছল CBI-এর টিম । এটাই সেই ফ্ল্যাট, যেখান থেকে 14 জুন অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ।

CBI in sushant singh rajput's house
CBI in sushant singh rajput's house

মুম্বই : মুম্বই পৌঁছেই তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে CBI টিম । আজ তারা হাজির সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে । ANI সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

বুধবার অর্থাৎ 19 অগাস্ট সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে CBI তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । সেই নির্দেশ পাওয়ার পরের দিনই তদন্তের জন্য মুম্বই রওনা দেন তদন্তকারী অফিসাররা ।

তিনটি দলে ভাগ হয়ে মামলার তদন্ত শুরু করেছে CBI । এই কেন্দ্রীয় সংস্থার SP নূপুর প্রসাদের নেতৃত্বে একটি টিম 21 অগাস্ট বান্দ্রা-র DCP অভিষেক ত্রিমুখের সঙ্গে বৈঠক করে । পরে সুশান্তের এক ব্যক্তিগত কর্মীকেও জিজ্ঞাসাবাদ করে তারা । বান্দ্রা পুলিশ স্টেশনেও পৌঁছায় CBI-এর একটি টিম । মুম্বই পুলিশের এতদিনের তদন্তের ব্যাপারে খোঁজ নেন তাঁরা ।

অন্যদিকে, সুশান্তের রাঁধুনি নীরজ সিংকেও জিজ্ঞাসাবাদ করে CBI-র অন্য একটি দল । সুশান্তের মৃত্যুর অন্যতম প্রত্যক্ষদর্শী তিনি ৷ তাঁকে এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী মনে করা হচ্ছে ৷

আর আজ অর্থাৎ 22 অগাস্ট সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে পৌঁছলেন CBI-এর একটি টিম । তাদের সঙ্গে দেখা গেল সুশান্তের রাঁধুনি নীরজ ও ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে ।

খুব অল্প সময়ের জন্য ক্যামেরাবন্দী করা গেল তাদের । দেখে নিন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো
Last Updated :Aug 22, 2020, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.