ETV Bharat / sitara

JNU-তে হামলার প্রতিবাদে মুম্বইতে বিক্ষোভ তারকাদের

author img

By

Published : Jan 7, 2020, 3:35 PM IST

JNU-তে হামলার প্রতিবাদে গতকাল গেটওয়ে অফ ইন্ডিয়ায় পড়ুয়াদের বিক্ষোভে যোগ দেন অনুরাগ কাশ্যপ ও বিশাল দাদলানি ৷

dfg
dgf

মুম্বই : JNU-এর পড়ুয়াদের উপর হামলার ঘটনার প্রতিবাদ করেছেন অনেকেই ৷ সরব হয়েছে বলিউডও ৷ এবার গেটওয়ে অফ ইন্ডিয়ায় পড়ুয়াদের বিক্ষোভে যোগ দিলেন অনুরাগ কাশ্যপ ও বিশাল দাদলানি ৷

পড়ুয়াদের বিক্ষোভে যোগ দিয়ে তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন অনুরাগ কাশ্যপ ৷ ক্যাম্পাসে হামলার জন্য সরকারকে দোষারোপও করেছেন তিনি ৷ বলেন, "সরকার দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে চায় না কারণ তারা তাদেরই লোক ৷ তাণ্ডব বন্ধ করতে পুলিশ JNU ক্যাম্পাসে ঢোকেনি কিন্তু জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ুয়াদের মারধর করে ।"

দাদলানি বলেন, "আমরা ধর্মনিরপেক্ষ ভারতের সমর্থনে এখানে এসেছি ৷ এর পিছনে অন্য কোনও কারণ নেই ৷ সবার জন্য একাই ভারত ৷"

রবিবার সন্ধের দিকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখ বেঁধে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী । বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষক ও পড়ুয়াদের একাংশের উপর রড, পাথর নিয়ে হামলা চালায় তারা । হামলায় প্রায় 20 জন পড়ুয়া ও অধ্যাপক গুরুতর জখম হন । সোশাল মিডিয়ায় এই ঘটনার নিন্দা করেন বহু তারকা । তবে বলিউডের বেশিরভাগ তারকা এই ঘটনার প্রতিবাদ করলেও এই বিষয়ে একটি বাক্যও খরচ করেননি শাহরুখ খান ও আমির খান । তাঁদের মুখ কেন বন্ধ ? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ।

Intro:Body:



মুম্বই : JNU-এর পড়ুয়াদের উপর হামলার ঘটনার প্রতিবাদ করেছেন অনেকেই ৷ সরব হয়েছে বলিউডও ৷ এবার গেটওয়ে অফ ইন্ডিয়ায় পড়ুয়াদের বিক্ষোভে যোগ দিলেন অনুরাগ কাশ্যপ ও বিশাল দাদলানি ৷



পড়ুয়াদের বিক্ষোভে যোগ দিয়ে তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন অনুরাগ কাশ্যপ ৷ ক্যাম্পাসে হামলার জন্য সরকারকে দোষারোপও করেছেন তিনি ৷ বলেন, সরকার দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে চায় না কারণ তারা তাদেরই লোক ৷ তাণ্ডব বন্ধ করতে পুলিশ  JNU ক্যাম্পাসে  ঢোকেনি কিন্তু জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ুয়াদের মারধর করে ।



দাদলানি বলেন, 'আমরা ধর্মনিরপেক্ষ ভারতের সমর্থনে  এখানে এসেছি ৷ এর পিছনে অন্য কোনও কারণ নেই ৷ সবার জন্য একাই ভারত ৷'  



পাঁচ তারিখ JNU ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের মারধর করে দুষ্কৃতীরা ৷



মুম্বই : JNU-এর পড়ুয়াদের উপর হামলার ঘটনার প্রতিবাদ করেছেন অনেকেই ৷ সরব হয়েছে বলিউডও ৷ এবার গেটওয়ে অফ ইন্ডিয়ায় পড়ুয়াদের বিক্ষোভে যোগ দিলেন অনুরাগ কাশ্যপ ও বিশাল দাদলানি ৷







পড়ুয়াদের বিক্ষোভে যোগ দিয়ে তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন অনুরাগ কাশ্যপ ৷ ক্যাম্পাসে হামলার জন্য সরকারকে দোষারোপও করেছেন তিনি ৷ বলেন, সরকার দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে চায় না কারণ তারা তাদেরই লোক ৷ তাণ্ডব বন্ধ করতে পুলিশ  JNU ক্যাম্পাসে  ঢোকেনি কিন্তু জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ুয়াদের মারধর করে ।











দাদলানি বলেন, 'আমরা ধর্মনিরপেক্ষ ভারতের সমর্থনে  এখানে এসেছি ৷ এর পিছনে অন্য কোনও কারণ নেই ৷ সবার জন্য একাই ভারত ৷'  











পাঁচ তারিখ JNU ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের মারধর করে দুষ্কৃতীরা ৷






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.