ETV Bharat / sitara

হাঁটুতে অস্ত্রোপচার অঙ্গদের

author img

By

Published : Feb 12, 2020, 5:29 PM IST

'মুমভাই'-এর শুটিংয়ে একটি অ্যাকশন সিকোয়েন্সে অভিনয় করতে গিয়ে আহত হয়েছিলেন অঙ্গদ বেদি । আজ হাঁটুতে অস্ত্রোপচার হল অভিনেতার ।

Angad Bedi knee Surgery
Angad Bedi knee Surgery

মুম্বই : মুম্বইয়ের এক হাসপাতালে হাঁটুতে অস্ত্রোপচার হল অঙ্গদ বেদির । তবে একেবারে যুদ্ধ জয়ের মানসিকতা নিয়ে OT-তে যেতে দেখা গেল অভিনেতাকে । অপরেশনের আগে ভয়ের কোনও লেশ ছিল না তাঁর মধ্যে..জানা গেল অঙ্গদেরই শেয়ার করা একটি ভিডিয়োর মাধ্যমে ।

OT-তে যাওয়ার পথে অঙ্গদের একটি ভিডিয়ো তুলেছিলেন স্ত্রী নেহা ধুপিয়া । অপরেশনের পর সেই ভিডিয়োটিই শেয়ার করলেন অঙ্গদ । সেখানে দেখা যাচ্ছে স্বামীকে চিয়ার আপ করছেন নেহা । শুধু তাই নয়, OT থেকে বেরিয়ে কী খাবেন অঙ্গদ, সেই নিয়েও আলোচনা করছেন দম্পতি ।

Angad Bedi knee Surgery
অঙ্গদ-নেহা

ভিডিয়োটি শেয়ার করে অঙ্গদ ক্যাপশনে লিখেছেন, "হাঁটু অপরেশন হওয়ার কিছু মুহূর্ত আগের আমি । হয়তো একটি নার্ভাস ছিলাম বলে অনেক বেশি কথা বলেছি । আমার ওয়াইফি (স্ত্রী) ক্যাপচার করেছে মুহূর্তটা । যদিও ও জানে না আমার কোন হাঁটুর অপরেশন হবে, তবুও আমি ওঁকে খুব ভালোবাসি ।"

এরকম আরও ভিডিয়ো দিয়ে নিজের হেল্থ আপডেট দিতে থাকবেন অঙ্গদ, জানিয়েছেন নিজেই । দেখে নিন সেই ভিডিয়ো..

'মুমভাই' ছাড়াও অঙ্গদকে দেখা যাবে 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' ছবিতে । ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জাহ্নবী কাপুর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.