ETV Bharat / sitara

সকাল সকাল ঘুম থেকে ওঠা পছন্দ নয় অভিষেকের

author img

By

Published : Dec 2, 2020, 11:50 AM IST

asd
zsdfasd

একটি সমীক্ষাতে দেখা গিয়েছে সকাল 10টার জায়গাতে যদি সকাল সাড়ে 8টার সময় স্কুল শুরু হয় তাহলে বাচ্চারা সবথেকে বেশি অসুস্থ হয়ে পড়ে । এবং এর প্রভাব পড়ে তাদের পড়াশোনাতেও । এই সমীক্ষা টুইটারে শেয়ার করেন অভিষেক । আর সেখানে লেখেন, "আমি যখন স্কুলে ছিলাম তখন কেন এরা এটা নিয়ে চিন্তাভাবনা করল না ???"

মুম্বই : সকাল সকাল ঘুম থেকে উঠতে একেবারেই ভালো লাগে না অভিষেক বচ্চনের । কিন্তু, ছেলেবেলায় স্কুলে যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেক উঠতে হত তাঁকে । সম্প্রতি টুইটারে নিজের এই খারাপ লাগার কথা তুলে ধরেন তিনি ।

একটি সমীক্ষাতে দেখা গিয়েছে সকাল 10টার জায়গাতে যদি সকাল সাড়ে 8টার সময় স্কুল শুরু হয় তাহলে বাচ্চারা সবথেকে বেশি অসুস্থ হয়ে পড়ে । এবং এর প্রভাব পড়ে তাদের পড়াশোনাতেও ।

sdf
অভিষেকের টুইট

এই সমীক্ষা টুইটারে শেয়ার করেন অভিষেক । আর সেখানে লেখেন, "আমি যখন স্কুলে ছিলাম তখন কেন এরা এটা নিয়ে চিন্তাভাবনা করল না ???"

আর অভিষেকের এই টুইটের পরই সেখানে কমেন্ট করতে শুরু করেন নেটিজ়েনরা । নিজের ছেলেবেলার অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করেন সবাই ।

একজন লেখেন, "আমার স্কুল শুরু হত সকাল 7 টা 15-তে । আর শেষ হত 12টা 45 মিনিটে...তারপর সারাদিন মা আমাকে আঁকা, নাচ, ক্যারাটে সব ধরনের ক্লাসে পাঠাত । তবে এখন আমি এগুলোর মধ্যে কোনওটাই করি না...এই নিয়টা কেন তখন আসেনি ।"

আরও একজন লেখেন, "শীতকালে আমাদের স্কুল শুরু হত সকাল সাড়ে 7টা থেকে । 5টা 45 মিনিটে ব্লেজ়ার ও শর্টস পরে বাস স্ট্যান্ডে পৌঁছে যেতাম ! এদিকে 8টা থেকে 9টার মধ্যে ওয়াশরুমে ভিড় লেগে যেত । কারণ শীতকালে সকাল সকাল পেট ঠিক করে পরিস্কার হত না ।"

যাই হোক এই মুহূর্তে কাজের দিক থেকে 'বব বিশ্বাস'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিষেক । কলকাতায় চলছে শুটিং । ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষের মেয়ে অন্নপূর্ণা দিয়া ঘোষ । আর সুজয়ের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ় এন্টারটেনমেন্ট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.