ETV Bharat / science-and-technology

Pragyan roaming around Shiv Shakti Point: শিবশক্তি পয়েন্টের চারপাশে ঘুরছে প্রজ্ঞান, ভিডিয়ো প্রকাশ করল ইসরো

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 8:28 PM IST

Etv Bharat
Pragyan roaming around

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে প্রজ্ঞান রোভার কীভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চাঁদের পৃষ্ঠে ঘুরে বেড়াচ্ছে ৷ 'শিবশক্তি পয়েন্ট'-এর চারপাশে ঘুরছে রোভার ।

শিবশক্তি পয়েন্টের চারপাশে ঘুরছে প্রজ্ঞান

বেঙ্গালুরু, 26 অগস্ট: বুধবার সন্ধ্যায় নির্ধারিত সময়ে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান-3 এর বিক্রম ল্যান্ডার ৷ ল্যান্ডারের ভিতর থেকে বেরিয়ে চাঁদের পৃষ্ঠে নেমে গিয়েছে প্রজ্ঞান রোভার ৷ এবার প্রজ্ঞানের কাজ শুরু করার পর দ্বিতীয় দিনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চন্দ্রযান-3 এর একটি নতুন ভিডিও প্রকাশ করেছে ৷ ওই ভিডিয়োতে প্রজ্ঞান রোভারকে চাঁদের দক্ষিণ মেরুতে 'শিবশক্তি পয়েন্ট'-এর চারপাশে ঘুরতে দেখা যাচ্ছে ।

শুক্রবার সকাল 11টা 01 মিনিটে সোশাল মিডিয়ায় পোস্ট করে প্রজ্ঞান রোভারের চাঁদের পৃষ্ঠ ছোঁয়ার তথ্য জানানো হয়েছিল ইসরোর তরফে ৷ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চন্দ্রপৃষ্ঠের ওই অংশের (যে অংশ চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রম 23 অগস্ট স্পর্শ করেছিল) নামকরণ করেছেন ‘শিবশক্তি পয়েন্ট’ ৷ তারপরেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে প্রজ্ঞান রোভার কীভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চাঁদের পৃষ্ঠে ঘুরে বেড়াচ্ছে ৷

কী কাজ করছে রোভার ‘প্রজ্ঞান’ ?

প্রজ্ঞান রোভারের ওজন 26 কেজি ৷ সেটি বিক্রম ল্যান্ডারের একটি সাইড প্যানেলকে ব়্যাম্প হিসেবে ব্যবহার করে চাঁদের পৃষ্ঠে নেমেছে ৷ আপাতত এই রোভারের কাজ ছ’টি চাকার সাহায্যে চাঁদের মাটিতে ঘোরা ৷ চাঁদের মাটিতে বিভিন্ন ধরনের রাসায়নিক বিশ্লেষণ চালানো ৷ চাঁদের মাটিতে এই রোভার গবেষণা চালাবে পেলোডস এপিএক্সএস (আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোমিটার)-এর সাহায্যে ৷ এটি দেখবে চাঁদের মাটি ও পাথরে কী ধরনের উপাদান রয়েছে ৷ আর তা চিহ্নিত করার চেষ্টা করবে ৷

Pragyan roaming around
চাঁদের দক্ষিণ মেরুতে 'শিবশক্তি পয়েন্ট'-এর চারপাশে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান

আরও পড়ুন: শনি-সকালে বেঙ্গালুরুতে মোদির মেগা শো, বিমানবন্দর টু ইসরো ; দেখুন ভিডিয়ো

শনিবার ভোরে দক্ষিণ আফ্রিকা এবং গ্রিস সফর শেষ করে সোজা বেঙ্গালুরুতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 23 অগস্ট চন্দ্রযান-3 সফট ল্যান্ডিং করেছে চাঁদের দক্ষিণ মেরুতে ৷ প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়েছে ভারত ৷ সেদিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন প্রধানমন্ত্রী ৷ এদিন বেঙ্গালুরুতে রোড শো করে ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক কন্ট্রোল কমপ্লেক্সে পৌঁছন মোদি ৷ ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের পিঠ চাপড়ে অভিনন্দন জানান ৷ ঘুরে দেখেন চন্দ্রযান-3-এর মডেল ৷ পরে প্রধানমন্ত্রী প্রায় 40 মিনিট ধরে ভাষণ দেন । সেখানে ইসরোর সাফল্য থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞানের নানা দিক উঠে আসে ৷

মোদি বলেন, "শিবশক্তি পয়েন্ট নামকরণের একটি বৈজ্ঞানিক ঐতিহ্য রয়েছে । বিক্রম ল্যান্ডার যে স্থানটিতে অবতরণ করেছে সেটি শিবশক্তি পয়েন্ট হিসাবে পরিচিত হবে । শিব মানবতার কল্যাণ এবং আমাদের সংকল্পগুলি পূরণ করার শক্তি দেন ।" একই সঙ্গে ভারতের চন্দ্র অভিযানের সাফল্যকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী 23 অগস্টকে 'জাতীয় মহাকাশ দিবস' হিসেবে ঘোষণা করেছেন । তিনি বলেন, "দিনটি বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের চেতনা উদযাপন করবে এবং সবাইকে অনন্তকালের জন্য অনুপ্রাণিত করবে ।"

(পিটিআই এর দেওয়া তথ্য)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.