ETV Bharat / jagte-raho

মালদায় কোটি টাকার কেলাসিত সাপের বিষসহ ধৃত 3

author img

By

Published : Jan 5, 2020, 2:55 PM IST

দীর্ঘ প্রক্রিয়ায় সাপের বিষকে কেলাসিত করে পাচারের ব্যবসা শুরু করেছে কিছু দুষ্কৃতীরা । শনিবার রাতে মালদা শহরের স্টেশন রোডের কাছে একটি হোটেল থেকে কেলাসিত সাপের বিষ উদ্ধার করে মালদার ক্রাইম মনিটরিং গ্রুপ । সঙ্গে 3 জনকে গ্রেপ্তার করেছে ।

কেলাসিত সাপের বিষসহ ধৃত 3

মালদা, 4 জানুয়ারি: জাল নোট, আফিমের পরে এবার সাপের বিষ পাচারের ব্যবসা শুরু করেছে মালদা জেলায় পাচারকারীরা । গতকাল রাতে মালদা শহরের স্টেশন রোড সংলগ্ন একটি হোটেল থেকে 900 গ্রাম কেলাসিত সাপের বিষ উদ্ধার হয় । তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল জেলার ক্রাইম মনিটরিং গ্রুপ । ধৃতদের নাম রফিক আলি(49) ওরফে তফু, মাসুদ শেখ (20) ও আশিক মণ্ডল (20) । উদ্ধার হওয়া বিষের মূল্য প্রায় কোটি টাকার বেশি বলে দাবি করেছেন জেলা পুলিশ সুপার ।

ধৃতদের 7 দিনের পুলিশি হেপাজতের আবেদন করে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে । শনিবার সাংবাদিক বৈঠক ডেকে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, "জেলা ক্রাইম মনিটরিং গ্রুপের একটি দল সাপের বিষ সহ 3 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । রফিক ও মাসুদ কালিয়াচক থানার শাহবাজ়পুরের বাবুনটোলা এলাকার বাসিন্দা । আশিকের বাড়ি কালিয়াচক থানার ফকির মাস্টার পাড়ায় । ধৃতরা সাপের বিষ কারবারে যুক্ত রয়েছে ।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 12/44(1)(D)/49(B) ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে । এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি, না তা খতিয়ে দেখছে । ধৃতদের কাছে এই বিষ কীভাবে এল বা ধৃতরা এই বিষ কোথায় পাচার করছিল তা জানার চেষ্টা চালাচ্ছে । বিষ পরীক্ষা করার পর বলা সম্ভব হবে এটা কি ধরনের বিষ । এই ঘটনায় কোনও মহিলার যোগসাজশ রয়েছে । তবে তদন্তের স্বার্থে পুলিশ সুপার এখনই কিছু জানাতে রাজি হননি ।

Intro:মালদা, ৪ জানুয়ারিঃ জাল নোট, আফিমের পরে সাপের বিষ পাচারের ব্যবসা শুরু করেছে জেলার পাচারকারীরা। গতকাল রাতে মালদা শহরের স্টেশন রোড সংলগ্ন একটি হোটেল থেকে ৯০০ গ্রাম কেলাসিত সাপের বিষ সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল জেলার ক্রাইম মনিটরিং গ্রুপ। উদ্ধার হওয়া বিষের মূল্য কোটি টাকার বেশি বলে দাবি করেছেন জেলা পুলিশ সুপার। ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।Body:শনিবার সাংবাদিক বৈঠক ডেকে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, “জেলা ক্রাইম মনিটরিং গ্রুপের একটি দল সাপের বিষ সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম রফিক আলি (৪৯) ওরফে তফু, মাসুদ শেখ (২০) ও আসিক মণ্ডল (২০)। রফিক ও মাসুদ কালিয়াচক থানার শাহবাজপুরের বাবুনটোলা এলাকার বাসিন্দা। আসিকের বাড়ি কালিয়াচক থানার ফকির মাস্টার পাড়ায়। ধৃতরা সাপের বিষ কারবারে যুক্ত রয়েছে। গতকাল মালদা শহরের স্টেশন রোড সংলগ্ন একটি হোটেল থেকে ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের হেপাজত থেকে ৯০০ গ্রাম কেলাসিত সাপের বিষ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাপের বিষের আনুমানিক বাজার মূল্য কোটি টাকার বেশি। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 12/44(1)(D)/49(B) ওয়াল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের কাছে এই বিষ কীভাবে এল বা ধৃতরা এই বিষ কোথায় পাচার করছিল তা জানার চেষ্টা চলছে। বিষ পরীক্ষা করার পর বলা সম্ভব হবে এটা কি ধরণের বিষ। তবে এই বিষ মাদক দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা যে বয়ান দিয়েছে তাতে অসংগতি রয়েছে। পুলিশি হেপাজতে নিয়ে ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। সাপের বিষ বের করে বিষকে কেলাসিত করা দীর্ঘ প্রক্রিয়া। সম্ভবত কোনও ল্যাবরেটরি থেকে এই বিষ ধৃতদের কাছে এসেছে।”Conclusion:জাল নোট, আফিম পাচারের পরে সাপের বিষ পাচারের ব্যবসা শুরু করেছে জেলার দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় কোনও মহিলার যোগসাজশ রয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ সুপার এখনই কিছু জানাতে রাজি হননি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.