ETV Bharat / international

Iran Hijab Row: হিজাব পরায় আপত্তি, মার্কিন সাংবাদিকের সাক্ষাৎকার বাতিল ইরানের প্রেসিডেন্টের

author img

By

Published : Sep 23, 2022, 9:07 AM IST

Updated : Sep 23, 2022, 9:41 AM IST

মার্কিন মহিলা সাংবাদিক হিজাব (Iran Hijab Row) পরতে অস্বীকার করায়, তাঁকে সাক্ষাৎকার দিলেন না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি (Iran President Ebrahim Raisi) ৷

Etv Bharat
Etv Bharat

নিউইয়র্ক, 23 সেপ্টেম্বর: ইরানের হিজাব বিতর্ক আরও বড় আকার নিল ৷ এক মার্কিন মহিলা সাংবাদিক হিজাব পরতে অস্বীকার করায় (Iran Hijab Row), আগে থেকে নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি (Iran President Ebrahim Raisi) ৷ প্রসঙ্গত, সম্প্রতি ইরানের এক মহিলা হিজাব আইন লঙ্ঘন করায়, তাঁকে গ্রেফতার করেছিল সেদেশের পুলিশ ৷ কিন্তু, পুলিশ হেফাজতে ওই মহিলার মৃত্যু হয় ৷ যে ঘটনার পরেই এই সাক্ষাৎকার বাতিল করেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি (Iran President Ebrahim Raisi Cancelled Interview) ৷ আর তারপরেই ইরানে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে ৷ সেই নিয়েই মার্কিন সফরে থাকা ইরানিয়ান প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিতে চেয়েছিল সেখানকার একটি টিভি চ্যানেল ৷

মার্কিন টিভি চ্যানেল সিএনএন এর চিফ ইন্টারন্যাশনাল অ্যাঙ্কার ক্রিশ্চিয়ান আমানপোউরকে সাক্ষাৎকার দিতে অস্বীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ৷ কারণ হিসাবে জানা গিয়েছে, ক্রিশ্চিয়ান সাক্ষাৎকারের সময় হিজাব পরতে অস্বীকার করেছেন ৷ তিনি টুইটারে জানিয়েছেন, প্রেসিডেন্টের অফিস থেকে তাঁকে সাক্ষাৎকারের সময় মাথায় হিজাব পরতে বলা হয়েছিল ৷ কিন্তু, তিনি আপত্তি জানালে, পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করে দেওয়া হয় ৷

আরও পড়ুন: নিউ ইয়র্কে ব্রিকস গোষ্ঠীর বৈঠকে সামনাসামনি চিন-ভারত বিদেশমন্ত্রী

এ নিয়ে ওই মহিলা সাংবাদিক আরও একটি টুইট করেছেন ৷ সেখানে ক্রিশ্চিয়ান জানিয়েছেন, ইরানে শুরু হওয়া বিক্ষোভ ও আন্দোলন নিয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলার পরিকল্পনা ছিল তাঁর ৷ পাশাপাশি, ইরানের মহিলারা রাস্তায় নেমেছেন প্রশাসনের বিরুদ্ধে ৷ যেখানে পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামে এক মহিলার মৃত্যু হয় ৷ যে ঘটনার প্রতিবাদে ইরানের মহিলারা হিজাব পুড়িয়েছেন ৷

আরও পড়ুন:

ক্রিশ্চিয়ান আমানপোউর টুইটারে লিখেছেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের প্রেসিডেন্টের এটা প্রথম সাক্ষাৎকার হতে যাচ্ছিল ৷ যেখানে তিনি রাষ্ট্রসংঘের সাধার সভায় অংশ নিতে নিউইয়র্কে এসেছেন ৷ প্রায় এক সপ্তাহের পরিকল্পনা এবং 8 ঘণ্টা ধরে স্টুডিয়ো প্রস্তুত করার পর, আমরা সাক্ষাৎকারের জন্য তৈরি ছিলাম ৷ কিন্তু, প্রেসিডেন্ট রাইসির কোনও পাত্তা নেই ৷’’ তিনি জানিয়েছেন, প্রায় 40 মিনিট তিনি ইব্রাহিম রাইসির জন্য অপেক্ষা করেছিলেন ৷ তার পর ইরানের তরফে জানানো হয়, তাঁদের পরামর্শ অনুযায়ী ক্রিশ্চিয়ান হিজাব না পরায়, প্রেসিডেন্ট সাক্ষাৎকার বাতিল করেছেন ৷

Last Updated : Sep 23, 2022, 9:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.