ETV Bharat / international

UNSC Sanctions: পাক জঙ্গি আব্দুল রেহমান মাক্কির উপর নিষেধাজ্ঞা জারি করল নিরাপত্তা পরিষদ

author img

By

Published : Jan 17, 2023, 2:32 PM IST

UNSC Sanctions
UNSC Sanctions

পাকিস্তানের জঙ্গি (Pakistan Based Terrorist) আব্দুল রেহমান মাক্কির নাম বিশ্ব সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ৷ এই সিদ্ধান্ত ভারতের কূটনৈতিক জয় বলে মন্তব্য প্রাক্তন কূটনীতিকদের ৷

নিউইয়র্ক, 17 জানুয়ারি: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC) সোমবার পাকিস্তানের জঙ্গি আব্দুল রেহমান মাক্কির নাম সারা বিশ্বের জঙ্গি তালিকায় অন্তর্ভুক্ত করেছে ৷ নিরাপত্তা পরিষদের আইএসআইএল (দায়েশ) এবং আল-কায়েদা সংক্রান্ত নিষেধাজ্ঞা কমিটির অধীনে মক্কির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ মাক্কি লস্কর-ই-তইবা প্রধান এবং 26/11-এর মাস্টার মাইন্ড হাফিজ সইদের শ্যালক ।

রাষ্ট্রসংঘের এই কমিটিকে নিরাপত্তা পরিষদের 1267 কমিটি বলা হয় ৷ ওই কমিটির তরফে মাক্কির নাম বিশ্ব সন্ত্রাসী (Global Terrorist) হিসেবে ঘোষণা করা থেকে বাধা দিয়েছিল চিন ৷ চিন (China) গত বছর এই বাধা দেয় ৷ 2022 সালের জুন মাসে এই নিয়ে চিনের সমালোচনাও করে ভারত ৷ তখন ঘোষণা করা যায়নি ৷ এবার সেই ঘোষণা করা হল ৷ তবে এই প্রথম নয় ৷ এর আগেও চিন এই ধরনের পদক্ষেপ করেছে ৷ পাকিস্তানের অনেক জঙ্গির উপর নিষেধাজ্ঞা আরোপে ভারতের প্রয়াসে বাধাদানের চেষ্টা করা হয়েছে ৷ জইশ-ই-মহম্মদ (JeM) জঙ্গি মাসুদ আজহার নিয়েও একই কাজ করেছিল চিন ৷

রাষ্ট্রসংঘে (United Nations) ভারতের প্রাক্তন প্রতিনিধি সৈয়দ আকবরুদ্দিন টুইটারে লিখেছেন, আব্দুল রহমান মাক্কিকে রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা কমিটির তরফে বিশ্ব সন্ত্রাসী হিসেবে ঘোষণা করার বিষয়টি আসলে ভারতের কূটনীতির আরও একটি সাফল্য ৷ সৈয়দ আকবরুদ্দিন এখন কৌটিল্য স্কুল অফ পাবলিক পলিসির ডিন ৷ তাঁর আরও দাবি, ভারতের নিরলস কূটনৈতিক চাপের পরই রাষ্ট্রসংঘের তরফে মাক্কিকে জঙ্গি তালিকায় আনা হয়েছে ।

রাষ্ট্রসংঘের তরফে দেওয়া একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, এই নিষেধাজ্ঞা অনুযায়ী মাক্কির সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে ৷ কোথায় যেতে পারবে না মাক্কি ৷ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের অভ্যন্তরীণ আইনে মাক্কিকে সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করেছে । ভারতের দাবি, মাক্কি ভারতে, বিশেষ করে জম্মু ও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ, যুবকদের জঙ্গি কার্যকলাপে জড়িত করতে মগজ ধোলাইয়ের কাজ করাত ৷ তার পর তাদের লস্কর জঙ্গি হিসেবে সন্ত্রাসের কাজে ব্য়বহার করত ৷

মার্কিন বিদেশ দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, লস্করকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিদেশি জঙ্গি সংগঠন বা এফটিও-র তালিকা ভুক্ত করে রেখেছে ৷ সেই লস্করের অন্যতম নেতা মাক্কি ৷ তার বিরুদ্ধে লস্করের জন্য অর্থ সংগ্রহ করেছেন ৷ 2020 সালে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী এক আদালত মাক্কিকে জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহের দায়ে দোষী সাব্যস্ত করে ৷ তার জেলও হয় ৷

আরও পড়ুন: পাকিস্তানি পাঠান সুন্দরীকে বিয়ে করেছেন কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.