ETV Bharat / international

Dawood Ibrahim Remarriage: পাকিস্তানি পাঠান সুন্দরীকে বিয়ে করেছেন কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিম

author img

By

Published : Jan 17, 2023, 1:25 PM IST

Updated : Jan 17, 2023, 1:59 PM IST

তিনি মুম্বইয়ের ডন ৷ ডি কোম্বানির প্রধান বলেও পরিচিত ৷ তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছে । তাও তিনি দ্বিতীয় বিয়ে করেছেন বলে খবর (Dawood Ibrahim lied about divorce remarried Pakistani woman Haseena Parkar's son tells NIA) ৷

Dawood Ibrahim
দাউদ ইব্রাহিম

মুম্বই, 17 জানুয়ারি: আবার বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম । জানালেন তাঁর ভাগ্নে ৷ হাসিনা পার্কারের ছেলে আলিশাহ পার্কার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে জানায়, পলাতক এই গ্যাংস্টার পাকিস্তানি পাঠান মহিলাকে বিয়ে করেছেন ৷ এটা তাঁর দ্বিতীয় বিয়ে ৷ দাউদের প্রথম স্ত্রী মৈজাবিন এখনও জীবিত ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে দাউদের পরিবারের তথ্য দেন আলিশাহ ৷ তিনি জানান, দাউদের প্রথম স্ত্রী হোয়্যাটসঅ্যাপ কলের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন (Dawood Ibrahim lied about divorce remarried Pakistani woman Haseena Parkar's son tells NIA) ৷ প্রসঙ্গত দাউদ ইব্রাহিমের সঙ্গে হাসিনা পার্কারের ভাই-বােনের সম্পর্ক ৷

এনআইএ দাউদ ইব্রাহিম এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে জঙ্গি হামলায় আর্থিক সাহায্য নিয়ে তদন্ত করেছিল । কয়েকজনকে গ্রেফতার করে ৷ জঙ্গি হামলায় অর্থের জোগান দেওয়ার মামলা নিয়ে এনআইএ একটি চার্জশিট পেশ করে৷ তাতে জানা গিয়েছে, আলিশাহ পার্কার একটি বিবৃতিতে দাউদের পরিবার সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ৷ তাঁর দাবি, দাউদ নিজের বাসস্থান বদল করে বর্তমানে পাকিস্তানের করাচিতে রয়েছেন ৷

এনআইএ জানতে পেরেছে, দাউদ ইব্রাহিম একটি বিশেষ দল গঠন করছেন ৷ সেই দলটি দেশের তাবড় নেতা, ধনী ব্যবসায়ীদের উপর হামলা চালাতে পারে৷ বড় বড় শহরে হিংসাত্মক ঘটনাও ঘটাতে পারেন দাউদ ৷ এই মামলার তদন্তে এনআইএ আলিশাহ পার্কারের বয়ান রেকর্ড করেছে ৷ আলিশাহ হাসিনা পার্কারের ছেলে ৷ আলিশাহ জানিয়েছে, দাউদ ইব্রাহিমরা মোট 5 জন ভাই এবং 4 বোন ৷ তিনিই দাবি করেন, দাউদ পাকিস্তানি পাঠান মহিলাকে বিয়ে করেছেন ৷

আরও পড়ুন: গ্রেফতার দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী রিয়াজ়

আলিশাহ ইব্রাহিম পার্কারের দেওয়া তথ্য অনুযায়ী, দাউদ সবাইকে বলে বেরিয়েছেন, দ্বিতীয় বিয়ে করবেন বলে তিনি তাঁর প্রথম স্ত্রী মৈজাবেনকে ডিভোর্স দিয়েছেন ৷ কিন্তু তা একেবারেই সত্যি নয় ৷ প্রসঙ্গত, দাউদ ও মৈজাবিনের তিন কন্যা - মারুখ (জাভেদ মিয়াদাদের পুত্র জুনেদের সঙ্গে বিয়ে হয়েছে), মেহরিন, মাজিয়া এবং পুত্র মহীন নাওয়াজ (Mohin Nawaz) ৷

তাছাড়া, দাউদ নিজের ঠিকানাও বদলে ফেলেছেন ৷ তিনি এখন করাচির আবদুল্লাহ গাজি বাবা দরগার পিছন দিকে রহিম ফাকিরের কাছে থাকেন ৷ 2022 সালের জুলাই মাসে দুবাইয়ে মৈজাবিনের সঙ্গে দেখাও করেছেন আলিশাহ ৷ তাঁর দাবি, দুবাইয়ের জাইতুন হামিদ আনতুলের বাড়িতে থেকেছেনও তিনি ৷ তাঁর বিস্ফোরক বিবৃতি, "দাউদের স্ত্রী মৈজাবিন যে কোনও অনুষ্ঠানে আমার স্ত্রীকে ডেকে পাঠান ৷ হোয়্যাটসঅ্যাপ কলে কথা বলেন ৷"

আরও পড়ুন: দাউদ ও ছোটা শাকিলের মাথার দাম ঘোষণা করল এনআইএ

Last Updated : Jan 17, 2023, 1:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.