ETV Bharat / international

UN Chief Tweets over Gandhi: গান্ধি জয়ন্তীতে হিংসা ত্যাগের আহ্বান জানিয়ে টুইট রাষ্ট্রসংঘের মহাসচিবের

author img

By

Published : Oct 2, 2022, 11:23 AM IST

Mahatma Gandhi Birth Anniversary
ETV Bharat

মহাত্মা গান্ধির জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন রাষ্ট্রসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস ৷ মহাত্মা গান্ধির ভাবধারাকে আশ্রয় করে একটা সুন্দর ভবিষ্যৎ গড়া যেতে পারে, বার্তা রাষ্ট্রসংঘের প্রধানের (UN Chief Antonio Guterres tweets) ৷

নিউ ইয়র্ক, 2 অক্টোবর: আজ মহাত্মা গান্ধির 153তম জন্মদিন ৷ তাঁকে শ্রদ্ধা জানাতে টুইট করলেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি-জেনারেল আন্তোনিও গুতেরেস ৷ প্রসঙ্গত উল্লেখ্য, আজ আন্তর্জাতিক অহিংসা দিবস (International Day of Non-Violence) ৷ 2007 সাল থেকে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় 2 অক্টোবর অর্থাৎ মহাত্মা গান্ধির জন্মদিবস 'ইন্টারন্যাশনাল ডে অফ নন-ভায়োলেন্স' হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় (UN Chief António Guterres tweets remembering Mahatma Gandhi) ৷

রাষ্ট্রসংঘের প্রধান গুতেরেস টুইট করে লেখেন, "আন্তর্জাতিক অহিংস দিবসে আমরা মহাত্মা গান্ধির জন্মদিন হিসেবে পালন করে থাকি ৷ শান্তির প্রতি তাঁর মূল্যবোধ, শ্রদ্ধা, বিশেষ মর্যাদা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে৷ এই মূল্যবোধগুলো দিয়ে আজকের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে পারি ৷ একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে বিভিন্ন সংস্কৃতি এবং সীমান্তের মধ্যে একে কাজে লাগানো প্রয়োজন ৷"

  • On the International Day of Non-Violence, we celebrate Mahatma Gandhi’s birthday & values of peace, respect & the essential dignity shared by everyone.

    We can defeat today's challenges by embracing these values & working across cultures & borders to build a better future. pic.twitter.com/EHJc2q4UZz

    — António Guterres (@antonioguterres) October 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মহাত্মা গান্ধি ও লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

গুতেরেস এই টুইটটির সঙ্গে 'দ্য নটেড গান'-এর ব্রোঞ্জের স্থাপত্যের (The Knotted Gun) ছবি পোস্ট করেন৷ এর আরেক নাম 'নন-ভায়ালেন্স' (Non-Violence) ৷ এটি সুইডিশ শিল্পী কার্ল ফ্রেডরিক রয়েটার্সওয়ার্ডের সৃষ্টি (Carl Fredrik Reuters) । গায়ক জন লেননের মৃত্যুর পর তিনি এটি তৈরি করেন ৷ কোল্ট পাইথন .357 ম্যাগনাম রিভলভারের নলের মুখে গিঁট বাঁধা রয়েছে ৷ বর্তমানে 30টিরও বেশি 'দ্য নটেড গান' রেপলিকা আছে৷ তার মধ্যে একটি নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে ৷

1869 সালের এই দিনে গুজরাতের পোরবন্দরে জন্মগ্রহণ করেন মহাত্মা গান্ধি ৷ দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ এবং চিরস্মরণীয় ৷ তিনি আইন পড়তে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন ৷ সেখান থেকে ভারতে এসে ভারতের জাতীয় কংগ্রেসে যোগ দেন ৷ 1948 সালের 30 জানুয়ারি তাঁকে হত্যা করা হয়৷ মহাত্মা গান্ধির মৃত্যুর 21 বছর পর ব্রিটেন তাঁকে সম্মান জানিয়ে একটি স্ট্যাম্প প্রকাশ করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.