ETV Bharat / international

Sunak fires minister: বিতর্কিত প্রতিবেদনের জের, ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রীকে বরখাস্ত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনক!

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 6:13 PM IST

Updated : Nov 13, 2023, 6:49 PM IST

43 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এই ক্যাবিনেট মন্ত্রী বারবার ক্যাবিনেটে তাঁর ভূমিকায় বিতর্কের মুখোমুখি হয়েছেন ৷ অতি সম্প্রতি টাইমস-এর একটি নিবন্ধে আক্রমনাত্মক ইজরায়েল-গাজা বিক্ষোভ মোকাবিলায় মেট পুলিশকে অভিযুক্ত করে ক্যাবিনেটে বিতর্কের মুখে পড়েছিলেন সুয়েলা ৷ প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনক তাঁর কনজারভেটিভ পার্টির মধ্যেও চাপের মুখে পড়ে গিয়েছিলেন ৷

Etv Bharat
Etv Bharat

লন্ডন, 13 নভেম্বর: ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যানকে সোমবার বরখাস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ৷ জানা গিয়েছে, মেট্রোপলিটন পুলিশকে আক্রমণ করে একটি বিতর্কিত আর্টিকেল সংবাদপত্রে প্রকাশ করেছিলেন সুয়েলা ৷ আর তার জেরেই এই শাস্তির খাঁড়া নেমে আসে তাঁর উপর ৷ ডাউনিং স্ট্রিট থেকে দেওয়া বিবৃতি অনুযায়ী, উপরমহলের ছাড়পত্র ছাড়াই সেই আর্টিকেলটি প্রকাশ করেছিলেন সুয়েলা ৷

43 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এই ক্যাবিনেট মন্ত্রী বারবার ক্যাবিনেটে তাঁর ভূমিকায় বিতর্কের মুখোমুখি হয়েছেন ৷ অতি সম্প্রতি টাইমস-এর একটি নিবন্ধে আক্রমনাত্মক প্রতিবেদন পেশ করেন তিনি । যেখানে, ইজরায়েল-গাজা বিক্ষোভ মিছিল সামলাতে মেট পুলিশের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনেন সুয়েলা। প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনক তাঁর কনজারভেটিভ পার্টির মধ্যেও সুয়েলার কারণে চাপের মুখে পড়ে গিয়েছিলেন ৷ সেই সঙ্গে, বিরোধীদের আক্রমণেরও সম্মুখীন হয়েছিলেন তিনি ৷ শুধু তাই নয়, সুয়েলা বারবার মন্ত্রীর কোড ভাঙার পরেও সুনক তাঁকে স্বপদে বহাল রেখে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টিও কড়া সমালোচিত হয় ৷

রবিবার সন্ধ্যায় যদিও এক বিবৃতিতে ব্র্যাভারম্যান জানিয়েছেন, "আমাদের সাহসী পুলিশ অফিসাররা গতকাল লন্ডনে প্রতিবাদকারী এবং পালটা প্রতিবাদকারীদের হিংসা, আগ্রাসনের মুখে তাদের পেশাদারিত্বের জন্য প্রতিটি নাগরিকের ধন্যবাদ পাওয়ার যোগ্য। সপ্তাহান্তে বিক্ষোভ চলাকালীন ডানপন্থীদের হিংসাত্মক ঘটনার পরে যে একাধিক আধিকারিক তাদের দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন ৷ এটা অবশ্যই ক্ষোভের জন্ম দেয়।"

সুয়েলা আরও বলেন, "ইহুদি বিদ্বেষ এবং বর্ণবাদের অন্যান্য রূপ একত্রে সন্ত্রাসবাদকে নতুন উদ্দমে সাহায্য করা বা এই ধরনের কাজকে উৎসাহ দেওয়া গভীরভাবে উদ্বেগজনক।" তবে পুলিশের সমর্থনে ময়দানে নামলেও, শেষ পর্যন্ত চাকরি বাঁচাতে পারলেন না সুয়েলা। বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী সুনক এদিন তাঁর মন্ত্রিসভায় রদবদল করবেন বলে আশা করা হচ্ছে। (এজেন্সি তরফে পাওয়া ইনপুট)

আরও পড়ুন:

বিরাট কোহলির সই করা ব্যাট ঋষি সুনককে দীপাবলির উপহার জয়শংকরের

গাজায় যুদ্ধ থামাতে নারাজ ইজরায়েলের প্রধানমন্ত্রী, আগে পণবন্দিদের ছাড়ার দাবি

Last Updated :Nov 13, 2023, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.