ETV Bharat / international

Racially Motivated Shooting in Florida: ফ্লোরিডায় বর্ণবিদ্বেষের জেরে হামলায় মৃত 3, আত্মহত্যা বন্দুকবাজের

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 12:53 PM IST

Three People Killed in Racially Motivated Shooting: ফ্লোরিডায় বর্ণবিদ্বেষের জেরে একটি স্টোরে গুলি চালানোর ঘটনা ঘটেছে ৷ এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন একাধিক ৷ হামলার পর আত্মহত্যা বন্দুকবাজের ৷

Racially Motivated Shooting
ফ্লোরিডায় বর্ণবিদ্বেষের জেরে হামলা

ফ্লোরিডা, 27 অগস্ট: মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বর্ণবিদ্বেষের জেরে চলল গুলি, বন্দুকবাজের হামলায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে ফ্লোরিডার জ্যাকসনভিলে একটি ডলার জেনারেল স্টোরে । আধিকারিকরা জানিয়েছেন, যে ব্যক্তি গুলি চালিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে, তারও মৃত্যু হয়েছে ।

আইন শৃঙ্খলা বিভাগ জ্যাকসনভিল শেরিফের টি কে ওয়াটার্স একটি সাংবাদিক বৈঠকে বলেন, "এই গুলি চালানোর ঘটনা বর্ণবিদ্বেষের কারণেই, উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুলি চালায় বন্দুকবাজ এবং অভিযুক্ত কৃষ্ণাঙ্গদের ঘৃণা করত ৷" তিনি আরও বলেন, "ঘৃণার থেকেই এই হামলা করা হয়েছে । তারপর ওই শুটার নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে ৷ সে নিজে শ্বেতাঙ্গ ৷ তার আক্রমণ থেকেই বর্ণবিদ্বেষের বিষয়টি পরিষ্কার হয়েছে ৷" জ্যাকসনভিলের মেয়র ডোনা ডিগান জানান, হামলার পরে ওই স্টোরটিকে ব্যারিকেড করা দেওয়া হয়েছে । জ্যাকসনভিল ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের মুখপাত্র এরিক প্রসউইমার জানান, ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ তবে কতজন আহত হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য তারা প্রকাশ করতে পারবেন না ।

জ্যাকসনভিল জর্জিয়া সীমান্তের প্রায় 35 মাইল দক্ষিণে উত্তর-পূর্ব ফ্লোরিডায় অবস্থিত ৷ ডলার জেনারেল স্টোরের কাছের এলাকায় বেশ কয়েকটি গীর্জা এবং রাস্তাজুড়ে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং রয়েছে । এই স্টোরের কাছেই এডওয়ার্ড ওয়াটার্স ইউনিভার্সিটি ৷ তাই ইউনিভার্সিটির তরফে ক্যাম্পাসে থাকার নির্দেশিকা জারি করেছে ৷ পাশেই রয়েছে ঐতিহাসিক কালো প্রাইভেট খ্রিস্টান স্কুল, যা স্টোরের এক মাইলেরও দূরত্বে অবস্থিত । সতর্কবার্তায় বলা হয়েছে, "প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা জড়িত বলে মনে হচ্ছে না । আমাদের ক্যাম্পাসে পুলিশ সমস্ত সুযোগ-সুবিধা ও সুরক্ষা নিশ্চিত করেছে । ঘটনাস্থল পরিষ্কার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আবাসিক হলে বিকেল পর্যন্ত রাখা হচ্ছে ।"

আরও পড়ুন: ফিলাডেলফিয়ায় বন্দুকবাজের হামলায় মৃত 4, আহত বেশ কয়েকজন

2023 সালে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে 470টি বন্দুকধারীদের হামলা হয়েছে ৷ যাতে একাধিক লোকের মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ কিন্তু কোনও ঘটনায় বন্দুকবাজের মৃত্যু হয়নি ।

সংবাদ সংস্থা-এএনআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.