ETV Bharat / international

A Flight with Cobra: ককপিটে কেউটে ! নিরাপদে বিমান নামিয়ে প্রশংসিত পাইলট

author img

By

Published : Apr 6, 2023, 3:42 PM IST

একটি ছোট বিমানের ককপিটে ঢুকে পড়ে জলজ্যান্ত কেউটে ! তারপর কী ঘটল ? কীভাবে বেঁচে ফিরলেন বিমানচালক ও যাত্রীরা ?

South African pilot safely lands Plane after an unexpected Flight with Cobra
কেউটের সঙ্গে বিমান সফর

কেপ টাউন (দক্ষিণ আফ্রিকা), 6 এপ্রিল: বিমানচালকদের যেকোনও আপদকালীন পরিস্থিতির জন্য প্রশিক্ষণ দেওয়া হয় ৷ কিন্তু, তা বলে ককপিটে কেউটে থাকলে কী করা উচিত, সেই প্রশিক্ষণ তাঁরা পান না ! কারণ, বিমানের ককপিটে বহাল তবিয়তে সওয়ারি করবে এই ভয়াল সরীসৃপ, এটা যেন কল্পনারও অতীত ! কিন্তু, সেই কার্যত অকল্পনীয় ঘটনারই সাক্ষী থাকলেন দক্ষিণ আফ্রিকার এক বিমানচালক ৷ কেউটের সঙ্গে বিমান চালানোর প্রশিক্ষণ না থাকলেও ঠান্ডা মাথায় সেটিই করে দেখিয়েছেন তিনি ! এমনকী এই ঘটনার পরও নিরাপদে বিমান নামিয়ে আনেন ওই পাইলট ! ঘটনা প্রকাশ্য়ে আসতেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন তিনি ৷ সাধারণ নেটিজেন থেকে শুরু করে অন্য়ান্য বিমানচালক এবং উড়ান বিশেষজ্ঞ, সকলেই তাঁকে ভরিয়ে দিচ্ছেন প্রশংসায় ৷

যাঁকে নিয়ে এত এত কথা হচ্ছে, তাঁর নাম রুডল্ফ এরাসমাস ৷ পাঁচবছর ধরে বিমান চালাচ্ছেন তিনি ৷ গত সোমবার একটি ছোট যাত্রীবাহী বিমান বা বিচক্রাফ্ট ওড়াচ্ছিলেন রুডল্ফ ৷ বিমানে তিনি ছাড়া আর মাত্র চারজনের বসার ব্যবস্থা ছিল ৷ রুডল্ফ যাত্রা শুরু করেছিলেন ওরকেস্টার থেকে ৷ গন্তব্য ছিল, নেলসপ্রুট ৷ কিন্তু, সেখানে পৌঁছনোর আগেই ঘটে যায় বিপত্তি ৷ মাঝআকাশে হঠাৎই রুডল্ফের চোখে পড়ে, ককপিটে তাঁর সঙ্গেই সফর করছে একটি স্থানীয় প্রজাতির কেউটে !

এই দৃশ্য দেখে এক লহমায় নিজের মেরুদণ্ডে হিমশীতল শিহরণ অনুভব করেছিলেন রুডল্ফ ৷ কিন্তু, ঘাবড়ে যাননি ৷ ঠান্ডা মাথায় বিমান চালিয়ে যান তিনি ৷ জরুরি ভিত্তিতে মাটিতে নামিয়ে আনেন সেটি ৷ তারপর সঙ্গের চার যাত্রীকে নিয়ে নিরাপদে বেরিয়ে আসেন বিমানের বাইরে ৷

পরবর্তীতে নিজের এই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন রুডল্ফ ৷ জানান, উড়ান শুরু সময়েই ওরকেস্টর এয়ার ফিল্ডের তরফে সাপের বিষয়ে সতর্ক করা হয়েছিল তাঁদের ৷ বলা হয়েছিল, রবিবার বিকেলে না কি একটি কেউটে সেখানে দেখা গিয়েছে ৷ কিন্তু, পরে সেটি গায়েব হয়ে যায় ! সেটিকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি ! প্রথমে কর্তৃপক্ষ ভেবেছিল, সাপটি রুডল্ফদের বিমানের ইঞ্জিনের ঢুকে গিয়েছে ৷ কিন্তু, সেখানে সেটিকে খোঁজা হলেও দেখতে পাওয়া যায়নি ৷ তাই সকলেই ভেবেছিলেন, সাপটি হয়তো নিজেই অন্যত্র পালিয়েছে ৷ কিন্তু, সে যে ইঞ্জিন থেকে সটান ককপিটে গিয়ে ঢুকেছে, তা কেউই বুঝতে পারেননি !

আরও পড়ুন: মাঝআকাশে হট এয়ার বেলুনে আগুন ! ঝাঁপ দিয়েও প্রাণ গেল 2 পর্যটকের

রুডল্ফের সঙ্গে যা ঘটেছে, এবং তিনি যেভাবে তার পরবর্তী সময়ে নিজের দায়িত্ব পালন করেছেন, তাকে কুর্নিশ জানিয়েছে গোটা দুনিয়া ৷ এমন প্রশংসায় গর্বিত পাইলট নিজেও ৷ কিন্তু, এই ঘটনার পরও মঙ্গলবার সকাল পর্যন্ত সাপটিকে আর কোথাও দেখা যায়নি !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.