ETV Bharat / international

Protest in London Over Manipur: মণিপুরে হিংসার প্রতিবাদে নীরব বিক্ষোভ লন্ডনে

author img

By

Published : Jul 28, 2023, 5:29 PM IST

Protest March in London over Manipur violence: মণিপুরে হিংসা ও দুই মহিলার উপর চরম নির্যাতনের প্রতিবাদে লন্ডনে নীরব বিক্ষোভ দেখাল উইমেন অফ নর্থ ইস্ট ইন্ডিয়া সাপোর্ট নেটওয়ার্ক ৷

Protest in London Over Manipur
Protest in London Over Manipur

লন্ডন, 28 জুলাই: মণিপুরে হিংসার ঘটনার প্রতিবাদ এ বার আছড়ে পড়ল ব্রিটেনে ৷ মণিপুরে দুই মহিলাকে চরম লাঞ্ছনার প্রতিবাদে লন্ডনের রাস্তায় নীরব বিক্ষোভে শামিল হল ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত মহিলাদের একটি দল ।

ভারতীয় হাই কমিশনের বাইরে প্রতিবাদ: উইমেন অফ নর্থ ইস্ট ইন্ডিয়া সাপোর্ট নেটওয়ার্ক (ডব্লিউএনইএসএন) নীরব প্রতিবাদ জানাতে পুরুষ ও মহিলাদের একটি দলকে হাজির করে ভারতীয় হাই কমিশনের বাইরে ৷ তাঁদের প্রত্যেকের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল ৷ তাঁরা প্ল্যাকার্ড হাতে মণিপুরের হিংসার বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানান ৷ বুধবার সন্ধ্যায় সংসদ ভবনের সামনে মহাত্মা গান্ধির মূর্তির কাছে তাঁদের প্রতিবাদ শেষ করার লক্ষ্যে এই দলটি পার্লামেন্ট স্কোয়ার পর্যন্ত পদযাত্রাও করে ।

উইমেন অফ নর্থ ইস্ট ইন্ডিয়া সাপোর্ট নেটওয়ার্ক একটি বিবৃতিতে বলেছে, "মণিপুরে যে দুই কুকি-জো বোনকে গণধর্ষণ করা হয়েছে, নগ্ন করে হাঁটানো হয়েছে, তাঁদের বেদনা ও যন্ত্রণা ভাগ করে নেওয়ার জন্য একসঙ্গে আমরা মিছিল করেছি ৷"

কোভিডের সময় তৈরি হয় দলটি: এই দল 2020 সালে অতিমারির সময় একটি সম্প্রদায়-ভিত্তিক নারী সহায়তা নেটওয়ার্ক হিসাবে গঠিত হয়েছিল ।

আরও পড়ুন: মণিপুর ইস্যুতে কালো পোশাক পড়ে সংসদে বিক্ষোভ দেখাবে 'ইন্ডিয়া' সাংসদরা

লজ্জাজনক ভিডিয়ো ভাইরাল হয়: গত সপ্তাহে মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে প্যারেড করানোর ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ এরপরই নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে ৷ ওই ভিডিয়ো হতবাক করে দিয়েছে গোটা সভ্যতাকে ৷ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করে ওই ঘটনা ৷ যার জের গিয়ে পড়েছে সংসদেও ৷ এ বার ওই ঘটনার প্রতিবাদে লন্ডনের রাস্তাতেও হল বিক্ষোভ ৷

কড়া ব্যবস্থার আশ্বাস: বৃহস্পতিবার নয়াদিল্লিতে একজন শীর্ষ সরকারি কর্মকর্তা বলেন যে, সিবিআই দুই মণিপুরী মহিলার উপর যৌন নিপীড়নের মামলাটির তদন্ত করবে এবং জাতিগত হিংসায় আক্রান্ত রাজ্যের সমস্ত জঘন্য অপরাধের অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করার জন্য সবরকম ব্যবস্থা করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.