ETV Bharat / international

Earthquake in Afghanistan: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফিগানিস্তানের হেরাট, কয়েকশো মৃত্যুর আশঙ্কা

author img

By PTI

Published : Oct 8, 2023, 6:45 AM IST

Updated : Oct 8, 2023, 7:53 AM IST

ETV Bharat
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প

শনিবার রাতে তীব্র ভূমিকম্প হয় আফিগানিস্তানের পশ্চিম অঞ্চলে ৷ রিখটার স্কেলে এর তীব্রতা ছিল 6.3 ৷ মৃতের সংখ্যা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি ৷

ইসলামাবাদ, 8 অক্টোবর: শক্তিশালী ভূমিকম্প এবং একের পর এক আফটার শকে কেঁপে উঠল আফগানিস্তানের পশ্চিম অংশ ৷ ঘটনায় কয়েকশো মানুষের প্রাণ গিয়েছে বলে আশঙ্কা ৷ এই সংখ্যা আরও বেশিও হতে পারে ৷ দেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রিখটার স্কেলে এই ভূকম্পনের তীব্রতা ছিল 6.3 ৷

রাষ্ট্রসংঘ প্রাথমিকভাবে জানিয়েছে, 320 জনের মৃত্যু হয়েছে ৷ তবে পরে তারা আরও জানায়, এই সংখ্যা যাচাই করতে হবে ৷ স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া হিসেব অনুযায়ী, প্রায় 100 জন প্রাণ হারিয়েছেন এই শক্তিশালী ভূমিকম্পে ৷ আহতের সংখ্যা আনুমানিক 500 ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, 465টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে কমবেশি 135টি বাড়ি ৷

এখনও ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধার কাজও শুরু হয়েছে ৷ আশঙ্কা, বহু বহু মানুষ স্তূপের নীচে রয়েছেন ৷ বিপর্যয় মোকাবিলা দফতরের মুখপাত্র মহম্মদ আবদুল্লা জান বলেন, "হেরাট প্রদেশের জেনদা জান জেলায় 4টি গ্রাম ভূমিকম্পে এবং পরবর্তী কম্পনে ধ্বংস হয়ে গিয়েছে ৷"

রাষ্ট্রসংঘের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল হেরাট থেকে প্রায় 40 কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ৷ ভূমিকম্পের পর তিনটি শক্তিশালী আফটার শকও হয় ৷ রিখটার স্কেলে তাদের তীব্রতা ছিল যথাক্রমে 6.3, 5.9 এবং 5.5 ৷ শনিবার দুপুরে ব্যস্ত সময়ে কেঁপে ওঠে হেরাট শহর ৷

এক বাসিন্দা সামাদি বলেন, "সবাই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসে ৷ বাড়িঘর, অফিস, দোকান- খালি হয়ে গিয়েছিল ৷ ভয় করছিল, আরও বেশি ভূমিকম্প হতে পারে ৷ আমি আমার পরিবারের সঙ্গে বাড়ির মধ্যে ছিলাম ৷ কিন্তু কম্পন অনুভব করার সঙ্গে সঙ্গেই চিৎকার করে ছুটে বেরিয়ে আসি ৷ বাড়িত ভিতরে ঢুকতে ভয় করছিল ৷"

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তারা উদ্ধারকার্যের জন্য জেনদা জানে 12টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে ৷ হেরাট প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না ৷ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, হেরাট শহরে শ'য়ে শ'য়ে মানুষ রাস্তায় ছোটাছুটি করছেন ৷ এই প্রদেশটি ভূ-রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কারণ, আফগানিস্তান-ইরানের সীমান্তে অবস্থিত হেরাট ৷

স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, ভূমিকম্পের রেশ পৌঁছয় ফারাহ, বাদগিস এলাকাতেও ৷ তালিবান প্রশাসন স্থানীয় সংগঠনগুলিকে দ্রুত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির কাছে পৌঁছতে আর্জি জানিয়েছে ৷ এর আগে 2022 সালের জুন মাসে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল পূর্ব আফগানিস্তানের পাহাড়ি অঞ্চল ৷ ভয়ঙ্কর ওই ভূমিকম্পে কমপক্ষে 1 হাজার জনের মৃত্যু হয়েছিল ৷ আহতের সংখ্যা 1 হাজার 500 ছাড়িয়ে গিয়েছিল ৷ এবার আবার ফিরল সেই ভয়াবহ স্মৃতি।

আরও পড়ুন: মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 2 হাজার, আহত বহু; চলছে উদ্ধারকাজ

Last Updated :Oct 8, 2023, 7:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.