ETV Bharat / international

Salman Rushdie: নোবেল পাচ্ছেন 'ভারতীয়' সলমন রুশদি ? অপেক্ষার আর কয়েক ঘণ্টা

author img

By

Published : Oct 5, 2022, 10:43 AM IST

Updated : Oct 5, 2022, 2:56 PM IST

অগস্টের প্রথম দিকে কোনও বই প্রকাশ বা বক্তৃতা নয়, 'স্যাটানিক ভার্সেস'র প্রতিশোধে হামলার জেরে শিরোনামে আসেন সলমন রুশদি ৷ প্রাণে বেঁচেছেন তিনি ৷ কাল কি ফের শোনা যাবে এই ভারতীয় বংশোদ্ভূতের নাম (Speculation over Salman Rushdie Noble Prize) ?

Salman Rushdie
ETV Bharat

স্টকহোম, 5 অক্টোবর: জীবনটা আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছে, জানিয়েছিলেন সলমন রুশদি ৷ তার সপ্তাহ দুয়েক পরে 12 অগস্ট নিউ ইয়র্কে শতকা ইনস্টিটিউশনে (Chautauqua Institution in New York state) একটি সাহিত্য অনুষ্ঠানের মঞ্চে ভাষণ দিতে উঠেছিলেন ৷ তাঁর দিকে এগিয়ে আসে এক তরুণ ৷ চোখের পলক ফেলতে না ফেলতেই কয়েক সেকেন্ডের মধ্যে তাঁকে ছুরি দিয়ে আঘাত, পালটা-আঘাত চালাতে থাকে সে ৷ গুরুতর জখম হন বুকারজয়ী ইন্দো-আমেরিকান-ব্রিটিশ লেখক ৷ তবে প্রাণে বেঁচে গিয়েছেন ৷ এবার নোবেল পুরস্কারপ্রাপক হিসেবে মনোনীত হয়েছেন রুশদি ৷ শুধু তাই নয়, 'ফেভারিট' অর্থাৎ 'পছন্দের' তালিকায় আছেন বর্তমানে মার্কিন নাগরিক ৷

1947 সালের জুন মাসে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন বিতর্কিত লেখক ৷ 1981-তে 'মিডনাইটস চিলড্রেন' (Midnight's Children) লিখে বুকার পুরস্কার পান তিনি ৷ কিন্তু খ্যাতি এসেছিল 1988 সালে প্রকাশিত বিতর্কিত 'স্যাটানিক ভার্সেস'-এর (Satanic Verses) জন্য ৷ সেই শুরু ৷ প্রথমে ভারতেই নিষিদ্ধ হয় বইটি ৷ সে সময় দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধি ৷ এরপর একে একে বিশ্বের একাধিক দেশে বইটির প্রকাশ, বিক্রি সব বন্ধ হয়ে যায় ৷ মাঝে প্রায় দু'দশক আত্মগোপন করেছিলেন তিনি ৷ তাও ছাড় পেলেন না ৷ বিতর্কিত উপন্যাসের জন্য 33 বছর পর 24 বছর বয়সী হাদি মাতার (Hadi Matar) তাঁকে আক্রমণ করে খোদ আমেরিকায় ৷ যে মহাদেশকে 75 বছর বয়সী লেখক নিরাপদ আশ্রয় বলে মনে করেছিলেন ৷

আরও পড়ুন: একটি উপন্যাস এবং তার সঙ্গী কিছু অঘটন, রইল টাইম লাইন

আগামিকাল বৃহস্পতিবার, 6 অক্টোবর সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের (Noble Prize in Literature) নাম ঘোষণা করার কথা ৷ সাহিত্যে বিশ্বের সবচেয়ে সম্মানীয় এই পুরস্কার প্রাপকের নাম ঠিক করে সুইডিশ অ্যাকাডেমির 18 জনের একটি দল ৷ এই দলে লেখক, ভাষাবিদ, ইতিহাসবিদ ছাড়াও বিখ্যাত বিচারকরা থাকেন ৷ নোবেল পুরস্কার প্রাপক 10 মিলিয়ন সুইডিশ ক্রোনা (10 m Swedish Krona equals) অর্থ পাবেন ৷ 1 মিলিয়ন বা 10 লক্ষ পাউন্ড ৷

সাহিত্যে অভূতপূর্ব অবদানের জন্য সলমন রুশদি নোবেল পুরস্কার পেলে তিনি হবেন দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত ৷ 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পান এবং তিনিই প্রথম ৷ তাঁর পর 100 বছরের বেশি সময়ে কোনও ভারতীয় সাহিত্যিকের ঝুলিতে এই পুরস্কার আসেনি ৷ মুম্বইয়ে জন্মগ্রহণ করলেও রুশদি পরে ব্রিটিশ ও আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন ৷ তাও যদি কাল তাঁর নাম ঘোষণা হয়... ব্রিটিশ শাসনাধীন ভারতে জন্ম নেওয়া লেখককে কি কাল দেশ শুভেচ্ছা জানাবে ? অপেক্ষার আর কয়েক ঘণ্টা ৷

Last Updated : Oct 5, 2022, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.