ETV Bharat / international

Rishi Sunak: রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন ঋষি সুনাক

author img

By

Published : Oct 25, 2022, 11:03 AM IST

Rishi Sunak will Take Charge as UK PM Today After Meeting King Charles III
Rishi Sunak will Take Charge as UK PM Today After Meeting King Charles III

আজই ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাক (Rishi Sunak will Take Charge as UK PM Today) ৷ মঙ্গলবার সকালে রাজা তৃতীয় চার্লসের (King Charles III) সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ৷ ব্রিটিশ সংসদের 193 জন সদস্যের সমর্থন নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি ৷

লন্ডন, 25 অক্টোবর: আজ মঙ্গলবার, রাজা তৃতীয় চার্লসের (King Charles III) সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷ তার পরেই তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন (Rishi Sunak will Take Charge as UK PM Today) ৷ গতকাল অর্থাৎ, সোমবার ব্রিটিশ সংসদের 193 জন সদস্যের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাক ৷ প্রধানমন্ত্রীত্বের পাশাপাশি শাসকদল কনজারভেটিভ পার্টির নেতাও নির্বাচিত হয়েছেন পঞ্জাবি পরিবারের এই সন্তান ৷

ইংল্যান্ডের স্থানীয় সময় মঙ্গলবার সকালে বিদায়ী প্রধানমন্ত্রী হিসেবে 10 ডাউনিং স্টিটে (10 Downing Street) শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠক করবেন লিজ ট্রাস (Liz Truss) ৷ তার পরেই বাকিংহাম প্যালেসে গিয়ে সরকারিভাবে নিজের পদত্যাগপত্র রাজা তৃতীয় চার্লসের হাতে তুলে দেবেন ৷ এরপর 42 বছরের ঋষি সুনাক রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন ৷ সেখানে রাজা তৃতীয় চার্লস তাঁকে সরকারিভাবে ব্রিটেনবাসীর কাছে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করবেন ৷ শপথবাক্যও পাঠ করাবেন ঋষি সুনককে ৷

শপথের পর 10 ডাউনিং স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করার জন্য ৷ জানা গিয়েছে, পুরো সময় তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী অক্ষতা মূর্তি এবং দুই সন্তান কৃষ্ণা এবং অনুষ্কা ৷ গতকাল, তাঁর জয় সুনিশ্চিত হওয়ার পর ঋষি সুনক ব্রিটেনবাসীর উদ্দেশ্য বার্তায় বলেছিলেন, ‘‘ব্রিটেন এক মহান দেশ ৷ কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে, আমরা এখন এক কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ৷ আমার কাজ হবে, সকলে সঙ্গে নিয়ে ব্রিটেনকে এই বিপদ থেকে বের করে আনা ৷ যাতে আমাদের সন্তান এবং তাঁদের পরবর্তী প্রজন্মের জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ আমরা রেখে যেতে পারি ৷’’

আরও পড়ুন: 'ঋষির জন্য গর্বিত, ওঁর সাফাল্য কামনা করি', সুনাককে বার্তা নারায়ণ মূর্তির

প্রসঙ্গত, প্রায় 3 মাস আগে বরিস জনসন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের পাশাপাশি, প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন ৷ এর পর লিজ ট্রাস এবং ঋষি সুনাক প্রধানমন্ত্রী পদের জন্য লড়াইয়ে নামেন ৷ সেখানে ব্রিটিশ লোকসভার কনজারভেটিভ পার্টির সদস্যরা লিজ ট্রাসকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেন ৷ কিন্তু, ব্রিটেনে আর্থিক মন্দা এবং একাধিক সমস্যার জেরে মাত্র 45 দিনের মাথায় গত সপ্তাহে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়া কথা ঘোষণা করেন লিজ ট্রাস ৷ ফলে আরও একবার প্রধানমন্ত্রী বেছে নিতে হল সাংসদদের । 193 জন সাংসদের সমর্থন নিয়ে প্রথম ভারতীয় বংশোদ্ভুত কেউ ব্রিটেন প্রশাসনের শীর্ষপদে বসতে চলেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.