ETV Bharat / international

UK PM Election: ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে ? দৌড়ে এগিয়ে ঋষি সুনক

author img

By

Published : Oct 22, 2022, 9:49 AM IST

Updated : Oct 22, 2022, 10:39 AM IST

Rishi Sunak leads UK PM Race
Rishi Sunak leads UK PM Race

এখনও পর্যন্ত 93 জন সাংসদের সমর্থনে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক (Rishi Sunak leads UK PM Race) ৷ প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দিতে তাঁর অন্তত পক্ষে 100 জনের সমর্থন প্রয়োজন (UK PM Election) ৷

লন্ডন, 22 অক্টোবর: ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনক (Rishi Sunak leads UK PM Race) ৷ তিনি এখনও পর্যন্ত কনজারভেটিভ দলের 93 জন সাংসদের সমর্থন পেয়েছেন (UK PM Election) বলে খবর ৷ প্রধানমন্ত্রীর পদে মনোনয়ন জমা দিতে কমপক্ষে 100 জন সাংসদের সমর্থন প্রয়োজন ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রকাশিত বিভিন্ন রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে ৷

এর মাস দেড়েক আগে লিজ ট্রাসের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব নিয়ে লড়াইয়ে নেমেছিলেন সুনক । তবে শেষমেশ তাঁকে হারতে হয় । তবে পরবর্তী ঘটনাক্রম আবার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তাঁকে খানিকটা এগিয়ে দিয়েছে । আর্থিক নীতি নির্ধারণের প্রশ্নে দলেই বিরোধিতার মুখে পড়তে হয় লিজ ট্রাসকে । ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে কমদিন তিনি প্রধানমন্ত্রীর পদে ছিলেন ৷ বরিস জনসন পদত্যাগ করার পর, ঋষি সুনককে হারিয়েই লিজ ট্রাস প্রধানমন্ত্রী হয়েছিলেন ৷ কিন্তু, মাত্র 45 দিনের মাথায় তিনি পদত্যাগ করেন ৷

এর পর ফের একবার কনজারভেটিভ দলের নেতা ও ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে ৷ আগামী 24 অক্টোবর ব্রিটেনের স্থানীয় সময় দুপুর 2টোর মধ্যে প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের অন্তত 100 জন সাংসদের সমর্থন পেতে হবে ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) ফের একবার নির্বাচনে অংশ নিয়েছেন ৷ তিনি আপাতত 44 জন সাংসদের সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ৷ আর তৃতীয় প্রধানমন্ত্রী পদপ্রার্থী পেনি মর্ডাউন্ট (Penny Mordaunt) 21 জন সাংসদের সমর্থন পেয়েছেন আপাতত ৷ তবে, ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক ৷ আর তাঁকে সমর্থন করছেন, ব্রিটেনের মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্যও ৷

আরও পড়ুন: সরলেন ট্রাস, এবার কি 'আচ্ছে দিন' সুনকের ?

ঋষি সুনকের সমর্থনে রয়েছেন, প্রাক্তন স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ, নিরাপত্তা মন্ত্রী টম টুগেনধাত এবং আরেক প্রাক্তন স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক ৷ সাজিদ জাভিদ সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি, তার সঙ্গে লড়াই করার যোগ্যতা ঋষির রয়েছে ৷ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি একদম সঠিক ব্যক্তি ৷’’

Last Updated :Oct 22, 2022, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.