ETV Bharat / international

Xi Jinping 'Fight And Win': 'প্রস্তুত থাকো, যুদ্ধে জিততে হবে', পিএলএকে বার্তা চিনের প্রেসিডেন্টের

author img

By

Published : Nov 10, 2022, 10:30 AM IST

তিনি তৃতীয় বার ক্ষমতা ফিরেছেন ৷ এর আগে এমন রেকর্ড করেছিলেন দলের প্রতিষ্ঠাতা মাও জে দং ৷ পাঁচ বছরের জন্য ফের চিনের মসনদে শি জিংপিন কী বললেন সামরিক বাহিনীকে (Xi Jinping message to PLA) ?

China President
ETV

বেজিং, 10 নভেম্বর: চিনের জাতীয় নিরাপত্তা বিপন্ন ৷ তাই পিএলএ বাহিনীকে (People's Liberation Army) তাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং ৷ যে কোনও মুহূর্তে যুদ্ধের জন্য তাদের প্রস্তুত থাকতে বললেন তৃতীয় বার ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ৷

প্রেসিডেন্ট শি জিংপিনের বয়স 69 ৷ তিনি শাসকদল 'কমিউনিস্ট পার্টি অফ চায়না'-র (Communist Party of China, CPC) সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছেন ৷ এছাড়া চিনের সেন্ট্রাল মিলিটারি কমিশনেরও (Central Military Commission, CMC) প্রধান তিনি ৷ আগামী 5 বছরের জন্য শি জিংপনের অধিকারে থাকবে পিপল'স লিবারেশন আর্মি বা পিএলএ-র (People's Liberation Army, PLA) ৷ অক্টোবরে দলের কংগ্রেসে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় ৷

আরও পড়ুন: তৃতীয় বার মসনদে শি জিংপিং, রেকর্ডের সাক্ষী চিন

তাই সব মিলিয়ে শি জিনপিং তিনটি শক্তিশালী পদে রয়েছেন- প্রেসিডেন্ট, পার্টির প্রধান, সামরিক বাহিনীরও প্রধান ৷ দলের প্রতিষ্ঠাতা মাও জে দং একমাত্র 10 বছর শাসনের পরেও ক্ষমতায় আসীন ছিলেন ৷ তাঁর পূর্বসূরিরা ততদিনে অবসর নিয়ে নিয়েছেন ৷ একই ঘটনা ঘটেছে শি জিংপিনের ক্ষেত্রেও ৷ মঙ্গলবার, শি কেন্দ্রীয় মিলিটারি কমিশন বা সিএমসির যৌথ অপরারেশন খতিয়ে দেখেন ৷

চিনের সামরিক বাহিনীর সৈন্যের সংখ্যা 20 লক্ষ (2 মিলিয়ন), যা দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী এবং সর্ববৃহৎ ৷ তাদের উদ্দেশ্যে প্রথম বক্তৃতা দেন শি জিংপিন ৷ তিনি জানান, এই শতকের সাংঘাতিক সব পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এই বিশ্ব ৷ চিনের জাতীয় নিরাপত্তা ক্রমশ বাড়তে থাকা অস্থিরতা আর অনিশ্চয়তার মুখোমুখি ৷ এমন পরিস্থিতিতে সামরিক বাহিনীর কাজ কঠিন হয়ে পড়ছে ৷

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রেসিডেন্ট সামরিক বাহিনীকে তাদের সব শক্তি নিয়ে তৈরি থাকার বার্তা দেন ৷ তাদের যুদ্ধ করার ক্ষমতা আরও প্রসারিত এবং জয়ী হওয়া নিশ্চিত করতে হবে ৷ তাদের মিশন, কাজ সম্পূর্ণ করার কথা জানিয়েছেন শি ৷ জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নমূলক স্বার্থকে রক্ষা করতে হবে সেনাবাহিনীকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.