ETV Bharat / international

International Yoga Day: 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস, রাষ্ট্রসংঘের সদর দফতরে 'ক্লাস' নেবেন মোদি

author img

By

Published : Jun 16, 2023, 11:18 AM IST

2015 সালের 21 জুন থেকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়ে আসছে ৷ প্রতিবার দুনিয়ার বিভিন্ন প্রান্তে বিশ্ববাসী যোগা প্রদর্শন করে ৷ এবার রাষ্ট্রসংঘের সদর কার্যালয় নিউইয়র্কে যোগা সেশন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিউইয়র্ক, 16 জুন: যোগার পাঠ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাও রাষ্ট্রসংঘের সদর কার্যালয়ে বসে ! 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস ৷ এদিন নিউইয়র্কে তাঁর নেতৃত্বে একটি যোগা শেসন অনুষ্ঠিত হবে ৷ রাষ্ট্রসংঘে প্রধানমন্ত্রীর এমন অনুষ্ঠান এই প্রথমবার ৷ 2014 সালের ডিসেম্বরে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে 21 জুন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়ে আসছে ৷

21 জুন, এই যোগা সেশনটি স্থানীয় সময় সকাল 8টা থেকে 9টা এক ঘণ্টা ধরে হবে ৷ নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর কার্যালয়ের উত্তর দিকের বাগানে মহাত্মা গান্ধির একটি আবক্ষ মূর্তি আছে ৷ সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগা সেশন করবেন বলে জানা গিয়েছে ৷ গত ডিসেম্বরে এই আবক্ষ মূর্তিটি ভারত থেকে রাষ্ট্রসংঘকে উপহার দেওয়া হয়েছিল ৷ 2022 সালে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছিল ভারত ৷ এদিকে, এই ঐতিহাসিক অনুষ্ঠানটিতে রাষ্ট্রসংঘের বহু উচ্চাধিকারিক, রাষ্ট্রদূত থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন বলে খবর ৷ তাঁদের সামনেই যোগ শেখাবেন ভারতের প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক যোগা দিবসের ইতিহাস

2015 সালে প্রথম আন্তর্জাতিক যোগা দিবস পালন শুরু হয় ৷ এরপর থেকে প্রতিবার এই দিনে যোগার বিভিন্ন উপকারিতা তুলে ধরে এই বিশেষ দিনটি পালিত হয়ে আসছে ৷ রাষ্ট্রসংঘ, টাইমস স্কোয়ারের মতো দুনিয়ার বেশ কয়েকটি বিখ্যাত জায়গায় যোগা সেশন অনুষ্ঠিত হয়েছে ৷ রাষ্ট্রসংঘ জানিয়েছে, যোগ একটি অতিপ্রাচীন শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক অভ্যাস ৷ এর উৎসস্থল ভারত ৷ যোগ শব্দটির উৎপত্তি সংস্কৃত থেকে ৷ এর অর্থ ঐক্যবদ্ধ হওয়া ৷ শরীর ও চেতনার মেলবন্ধনের প্রতীক যোগ ৷ বর্তমানে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছে যোগ ৷

আরও পড়ুন: নৌসেনার সঙ্গে রাজভবনে যোগ দিবস পালন রাজ্যপালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.