ETV Bharat / city

International Yoga Day: নৌসেনার সঙ্গে রাজভবনে যোগ দিবস পালন রাজ্যপালের

author img

By

Published : Jun 21, 2022, 2:13 PM IST

Governor Jagdeep Dhankhar participated in International Yoga Day at Raj Bhavan
International Yoga Day

নৌসেনার উদ্যোগে রাজভবনে যোগ দিবস পালন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (International Yoga Day celebrated in Raj Bhavan)।

কলকাতা, 21 জুন: আজ আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। সারা দেশে পালিত হয় এই দিনটি ৷ ছোট থেকে বড় সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ৷

Governor Jagdeep Dhankhar participated in International Yoga Day at Raj Bhavan
নৌসেনার আধিকারিকদের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়

রাজভবনে ভারতীয় নৌসেনার উদ্যোগে আয়োজিত হল যোগ দিবস অনুষ্ঠান (International Yoga Day celebrated in Raj Bhavan)৷ নৌসেনার আধিকারিকদের সঙ্গে আজ এই অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) অংশগ্রহণ করেন ।

Governor Jagdeep Dhankhar participated in International Yoga Day at Raj Bhavan
প্রতি বছর 21 জুন তারিখ পালিত হয় আন্তর্জাতিক যোগদিবস

রাজ্যপাল বলেন, "দেশকে রক্ষা করতে সেনাবাহিনী 24 ঘণ্টা জেগে রয়েছে । সেনাবাহিনী নিজেদের প্রাণের কথা চিন্তা না করে যুদ্ধক্ষেত্রে এগিয়ে চলেছে । তাঁদের এই চূড়ান্ত ত্যাগের কথা স্মরণ করা উচিত সবার ।"

Governor Jagdeep Dhankhar participated in International Yoga Day at Raj Bhavan
রাজভবনে ভারতীয় নৌসেনার উদ্যোগে আয়োজিত হল যোগ দিবস অনুষ্ঠান

মঙ্গলবার ঐতিহ্যবাহী মাইসুরু প্যালেসে যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime Minister Narendra Modi) ৷ গণ যোগ দিবস পালন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাস করেন কয়েক হাজার মানুষ (Governor Jagdeep Dhankhar participates in International Yoga Day)৷

Governor Jagdeep Dhankhar participated in International Yoga Day at Raj Bhavan
যোগ দিবস পালন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

2015 সাল থেকে প্রতি বছর 21 জুন তারিখ পালিত হয় আন্তর্জাতিক যোগদিবস ৷ যোগদিবসের চলতি বছরের থিম 'মানবতার জন্য যোগ' (International Yoga Day 2022)৷

নৌসেনার উদ্যোগে রাজভবনে যোগ দিবস পালন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

আরও পড়ুন: PM on Yoga Day: বিশ্বজুড়ে শান্তি আনবে, যোগ দিবসে বার্তা মোদির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.