ETV Bharat / international

PM Narendra Modi Calls Shah: দিল্লির বন্যা পরিস্থিতির খোঁজ নিতে ফ্রান্স থেকে শাহকে ফোন মোদির

author img

By

Published : Jul 14, 2023, 10:37 AM IST

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্স থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও দিল্লির উপ-রাজ্যপালকে ফোন করলেন ৷ যমুনার জলস্তর বেড়ে ভেসে গিয়েছে দিল্লি ৷ রাজধানীর রাস্তাঘাটে জল জমেছে ৷

নয়াদিল্লি ও প্যারিস, 14 জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু'দিনের সফরে ফ্রান্সে গিয়েছেন ৷ এদিকে বন্যায় বিপর্যস্ত নয়াদিল্লি ৷ যমুনার জলস্তরে বেড়ে প্রায় ডুবে গিয়েছে দিল্লি ৷ জল ছুঁয়েছে লালকেল্লার দেওয়াল ৷ তাই প্যারিসে শত ব্যস্ততার মধ্যেও তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে দিল্লির বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন ৷ প্রধানমন্ত্রী দিল্লির লেফটেন্যান্ট জেনারেল এলজি সাক্সেনাকেও ফোন করেছেন ৷ উল্লেখ্য, বিপজ্জনক সীমার উপর দিয়ে বইছে যমুনা নদী ৷ আর তাতেই এই বিপত্তি ৷

  • PM @narendramodi Ji spoke to Union Home Minister Shri @AmitShah over the flood-like situation in parts of Delhi because of the rising water level of the Yamuna River.

    UHM Shah briefed him that the water level is likely to recede in the next 24 hours and is keeping a close watch…

    — गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) July 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে, ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীকে দিল্লির পরিস্থিতি বিশদে জানান ৷ তিনি আশ্বস্ত করেন যে, আগামী 24 ঘণ্টায় যমুনার জলস্তর কমবে বলেই আশা করা হচ্ছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর অফিস থেকে একটি টুইট করে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লির বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ৷ অমিত শাহ তাঁকে জানিয়েছেন, আগামী 24 ঘণ্টায় যমুনার জলস্তর কমবে যেতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লির উপ-রাজ্যপালের সঙ্গে একযোগে বিষয়টির দিকে নজর রাখছে ৷ প্রয়োজনে প্লাবিত এলাকাগুলি থেকে মানুষদের উদ্ধার এবং ত্রাণ কার্যে যথেষ্ট সংখ্যক জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ মোতায়েন করা হয়েছে ৷

  • माननीय प्रधानमंत्री श्री @narendramodi जी ने फ्रांस से फोन कर दिल्ली में जलभराव व बाढ़ की स्थिति और उससे निपटने के लिये किये जा रहे प्रयासों की विस्तृत जानकारी ली।
    उन्होंने केंद्र सरकार से हर सम्भव सहायता ले कर दिल्ली के हित में समुचित कदम उठाने के निर्देश दिये।

    — LG Delhi (@LtGovDelhi) July 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্যারিসে মোদিকে স্বাগত জানালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী, দেওয়া হল গার্ড অব অনার

বৃহস্পতিবার রাত 10টা নাগাদ যমুনার জল 208.63 মিটারে পৌঁছয় ৷ যদিও আজ তা কমবে বলে আশা করা হচ্ছে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্লাবিত এলাকায় 16 জুলাই পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ৷ বন্ধ রয়েছে শ্মশান, কোথাও কোথাও হাসপাতাল থেকে রোগীদের বের করে আনা হয়েছে ৷

দিল্লিতে ঢুকছে না কোনও ভারী যান । জরুরি পরিষেবার গাড়ি ছাড়া অন্য গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ৷ গতকাল দিল্লি সেক্রেটারিয়েটের কাছে আন্ডারপাসে একটি যাত্রী বোঝাই বাস প্রায় ডুবে গিয়েছিল ৷ তাতে 40-45 জন যাত্রী ছিলেন ৷ তড়িঘড়ি তাদের উদ্ধার করা হয় ৷ দিল্লির অলিতে গলিতে জল তো ঢুকেইছে, পাশাপাশি দেখা দিয়েছে পানীয় জলের অভাবও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.